২১ জুলাই বড় চমক! দিল্লি থেকে ফিরেই বোমা ফাটালেন দিলীপ

Date:

Share post:

বঙ্গে মোদির সভার দিনই দিল্লি গিয়েছিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার, ফিরেই ফের বোমা ফাটালেন তিনি। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একুশ জুলাই নিয়ে জল্পনা উস্কে দিলীপ বললেন, ”২১ তারিখ তো চলে যায়নি এখনও। দেখুন না কি হয়।”

দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় দিলীপ ঘোষ আমন্ত্রণ পান কি না, সে নিয়ে দীর্ঘ জল্পনা চলে। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর তাঁর সঙ্গে দিলীপের যে সখ্যতা দেখা গিয়েছে সেখান থেকে অনেকেই মনে করেছিলেন হয়তো আবার পুরনো মহিমায় ফিরতে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু মোদির এবারও সফরে বঙ্গ বিজেপির তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে দিলীপ প্রথমে বলেছিলেন কর্মী হিসেবে তিনি যাবেন সভায়। আসলে দিলীপ গিয়ে যদি মোদির সভায় গিয়ে সাধারণ কর্মীদের মধ্যে বসেন, তাহলে সব আলো তিনিই টেনে নেবেন। এটা মেনে নিতে পারছেন না আদি-নব্য দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপির বঙ্গনেতারা। কিন্তু বৃহস্পতির রাতে সিদ্ধান্ত বদল। প্রথমে শোনা গিয়েছিল, মোদি যখন দুর্গাপুরে দিলীপ থাকবেন মেদিনীপুরে। কিন্তু এদিন সকালে হঠাৎ দিল্লি যান দিলীপ।

দিল্লি গিয়ে জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ১ ঘণ্টা বৈঠক হয় নাড্ডার বাড়িতে। সেই প্রসঙ্গে দিল্লি থেকে ফিরে দিলীপ (Dilip Ghosh) বলেন, ”প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে? আমি গেলাম। গল্প করলাম। সংগঠনের বিষয়ে অনেক কথা হল। ২৬ এর ভোট, সংগঠন, প্রস্তুতি, সব নিয়ে কথা হল। উনি বললেন, রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন।”

মোদির সভায় গেলেন না কেন? উত্তরে দিলীপ জানান, বিজেপি-র কর্মীরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি গেলে বিজেপি নেতৃত্ব অস্বস্তিতে পড়তেন। সেই কারণেই যাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বলেন, “আমাকে কোথায় বসানো হবে, কোথায় রাখা হবে সেটা নিয়ে অস্বস্তি হতে পারত। সেটাই বলছিলাম। আমি তাই ঠিক করলাম যাবো না। তারপর সভাপতি ডাকলেন। আমি দিল্লি চলে গেলাম।”

কোনও বিশেষ দায়িত্ব কী দিলীপকে দিলেন নাড্ডা? উত্তরে তিনি জানান, দায়িত্ব এখনই কী করে দেবে? বৈঠক তো ইম্পর্ট্যান্ট ছিল। সর্ব ভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো ইম্পর্ট্যান্ট।

একুশ জুলাই চমকের কথা বলেছিলেন স্বয়ং দিলীপ। সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, “২১ জুলাই শহিদ স্মরণ দিবস। খড়গপুরে প্রোগ্রাম। বিজেপির কর্মীরা আসবেন। বাংলায় প্রায় আড়াইশো কর্মী তৃণমূল হিংসার বলি। তাদের শ্রদ্ধা জানাব। ২১ তারিখ তো চলে যায়নি এখনও। দেখুন না কী হয়।”
আরও খবরমোদির সভার জেরে দুর্গাপুরে স্টেডিয়ামের শোচনীয় হাল, ধান পুঁতে প্রতিবাদ তৃণমূল বিধায়কের

spot_img

Related articles

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

বিজেপির ত্রিপুরায় ‘বহিরাগত’ই বিধায়ক: অনুপ্রবেশ-আন্দোলনের নেতাই বাংলাদেশি!

বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির মদতে একাধিক বিজেপি রাজ্যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি এই ধরনের আন্দোলনে...

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...