আবগারি দুর্নীতি: এবার CAG-এর জালে বিজেপির মহারাষ্ট্র

Date:

Share post:

বেআইনিভাবে লাইসেন্স পাইয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে আবগারি দফতর। যে অভিযোগ তুলে দিল্লির পূর্ববর্তী আপ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, আন্দোলন, তদন্ত চালিয়ে সরকার থেকেই সরিয়ে দিয়েছে বিজেপি, সেই বিজেপিই এবার আবগারি দুর্নীতির দায়ে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল-এর (CAG) রিপোর্টে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে (Maharashtra) আবগারি লাইসেন্স পুণর্নবিকরণ (license renew) করতে দেরি হওয়ায় আবগারি দফতরের ক্ষতি হয়েছে ৯০ কোটি টাকার বেশি। সেই সঙ্গে আরও বিভিন্ন অভিযোগে ক্ষতির দাবি করেছে ক্যাগের রিপোর্ট। আদতে যেভাবে দিল্লির কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারকে বিপাকে ফেলার চেষ্টা চালানো হয়েছিল আবগারি দুর্নীতিতে ফাঁসিয়ে, সেই অপরাধেই এবার তদন্তের মুখে বিজেপির মহারাষ্ট্র প্রশাসন।

ক্যাগের রিপোর্টে দাবি করা হয়েছে, লাইসেন্স পুণর্নবিকরণের (license renew) ভুল হিসাবের জন্য আবগারি দফতরের ক্ষতি হয়েছে ২০.১৫ কোটি টাকা। সেই ক্ষেত্রেই সুদ বাবদ ক্ষতি ৭০.২২ কোটি টাকা। এর পাশাপাশি শুধুমাত্র নজরদারির টাকার অঙ্ক সময় মতো লাগু না করায় ক্ষতির মুখে দফতর। সেক্ষেত্রও ক্ষতির পরিমাণ ১.২০ কোটি টাকা।

আরও পড়ুন: মোদির সভার পরেই পুশব্যাক! সন্তানসম্ভবা মহিলার দিশাহার অবস্থা বাংলাদেশে

মহারাষ্ট্র সরকারের স্বচ্ছ আবাগারি নীতি নিয়েও প্রশ্ন তুলেছে ক্যাগ-এর রিপোর্ট। সেখানে উল্লেখ করা হয়েছে আবগারি আইনে উৎপাদনের স্পষ্ট নিয়ম না থাকায় সরকার অতিরিক্ত রেভেনিউ আদায়ে বঞ্চিত হচ্ছে মহারাষ্ট্রে। দামের কারণের পাশাপাশি ১১ টি আবগারি সামগ্রী তুলে ধরা হয়েছে যার দাম কম ধরা রয়েছে। এর ফলে ৩৮.৩৪ কোটির লোকসানের দাবি করা হয়েছ রিপোর্টে। সরকারি নিয়ম অনুযায়ী বর্ধিত মূল্য লাগু না হওয়ায় ক্ষতি হয়েছে ১.২০ কোটি, দাবি ক্যাগ-এর রিপোর্টে।

spot_img

Related articles

পাক অধিকৃত কাশ্মীরে ফের সেনার গুলি! মৃত অন্তত ৮

বিক্ষোভরত নাগরিকদের উপর পাক সরকারের গুলি অব্যাহত। আন্দোলনের তৃতীয় দিনে অন্তত আটজনের মৃত্যু হল পাক অধিকৃত কাশ্মীরে (POK)।...

বিল গেটসের জামা চুরি করবেন অনির্বান-দেবরাজ! গানে গানে ‘খোঁচা’

আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না...

নবমীর সকালে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী

উৎসবের মধ্যেই শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বুধবার সকালে ৮৫...

মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

মহানবমীতে গোটা শহর যখন বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের...