আবগারি দুর্নীতি: এবার CAG-এর জালে বিজেপির মহারাষ্ট্র

Date:

Share post:

বেআইনিভাবে লাইসেন্স পাইয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে আবগারি দফতর। যে অভিযোগ তুলে দিল্লির পূর্ববর্তী আপ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, আন্দোলন, তদন্ত চালিয়ে সরকার থেকেই সরিয়ে দিয়েছে বিজেপি, সেই বিজেপিই এবার আবগারি দুর্নীতির দায়ে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল-এর (CAG) রিপোর্টে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে (Maharashtra) আবগারি লাইসেন্স পুণর্নবিকরণ (license renew) করতে দেরি হওয়ায় আবগারি দফতরের ক্ষতি হয়েছে ৯০ কোটি টাকার বেশি। সেই সঙ্গে আরও বিভিন্ন অভিযোগে ক্ষতির দাবি করেছে ক্যাগের রিপোর্ট। আদতে যেভাবে দিল্লির কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারকে বিপাকে ফেলার চেষ্টা চালানো হয়েছিল আবগারি দুর্নীতিতে ফাঁসিয়ে, সেই অপরাধেই এবার তদন্তের মুখে বিজেপির মহারাষ্ট্র প্রশাসন।

ক্যাগের রিপোর্টে দাবি করা হয়েছে, লাইসেন্স পুণর্নবিকরণের (license renew) ভুল হিসাবের জন্য আবগারি দফতরের ক্ষতি হয়েছে ২০.১৫ কোটি টাকা। সেই ক্ষেত্রেই সুদ বাবদ ক্ষতি ৭০.২২ কোটি টাকা। এর পাশাপাশি শুধুমাত্র নজরদারির টাকার অঙ্ক সময় মতো লাগু না করায় ক্ষতির মুখে দফতর। সেক্ষেত্রও ক্ষতির পরিমাণ ১.২০ কোটি টাকা।

আরও পড়ুন: মোদির সভার পরেই পুশব্যাক! সন্তানসম্ভবা মহিলার দিশাহার অবস্থা বাংলাদেশে

মহারাষ্ট্র সরকারের স্বচ্ছ আবাগারি নীতি নিয়েও প্রশ্ন তুলেছে ক্যাগ-এর রিপোর্ট। সেখানে উল্লেখ করা হয়েছে আবগারি আইনে উৎপাদনের স্পষ্ট নিয়ম না থাকায় সরকার অতিরিক্ত রেভেনিউ আদায়ে বঞ্চিত হচ্ছে মহারাষ্ট্রে। দামের কারণের পাশাপাশি ১১ টি আবগারি সামগ্রী তুলে ধরা হয়েছে যার দাম কম ধরা রয়েছে। এর ফলে ৩৮.৩৪ কোটির লোকসানের দাবি করা হয়েছ রিপোর্টে। সরকারি নিয়ম অনুযায়ী বর্ধিত মূল্য লাগু না হওয়ায় ক্ষতি হয়েছে ১.২০ কোটি, দাবি ক্যাগ-এর রিপোর্টে।

spot_img

Related articles

‘নতুন’ নেপালে নেতৃত্বে কে? প্রশ্নের মাঝেই সুযোগ খুঁজছেন রাজা জ্ঞানেন্দ্র!

একদল যুব সমাজের বিক্ষোভ মাত্র দুদিনে বদলে দিল নেপালের রাজনৈতিক চিত্র। তবে দেশের গোটা যুব সমাজকে একজোট করে...

নেপালের অশান্তির জেরে সমস্যা পড়বেন পর্বতারোহীরা, আশঙ্কায় পিয়ালি বসাক

সন্দীপ সুর গণবিক্ষোভে উত্তাল নেপাল(Nepal)। হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ আট-আটটি উচ্চতম পর্বত রয়েছে এই...

নেপালের অস্থিরতার উত্তাপ পর্যটনে, মাথায় হাত ব্যবসায়ীদের

পুজোর ছুটিতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে ভালবাসেন অনেকেই। আর নেপাল (Nepal) তো সব সময়ই বাঙালির প্রিয় ডেস্টিনেশন। হিমাচল...

বিক্ষোভের আগুনে পুড়ে মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী, রক্তাক্ত শের বাহাদুর দেউবা

বামপন্থী শাসনের বিরুদ্ধে সবরকম প্রতিরোধের ডাক দিয়েছিল নেপালের জেন জি। সেই বিক্ষোভ শেষপর্যন্ত এতটাই রক্তাক্ত হয় মঙ্গলবার দিনভর,...