Sunday, November 2, 2025

মাঝে মাত্র একটি দিন। সোমবার একুশে জুলাই শহীদ তর্পণ। তার আগে শনিবার কলকাতার নিরাপত্তা খতিয়ে দেখতে শহর ঘুরে দেখলেন সিপি মনোজ ভর্মা (Manoj Verma, CP)। সকাল ১১ টা নাগাদ বাসভবন থেকে বেরিয়ে পার্ক সার্কাস থেকে মা ফ্লাইওভার ধরে সায়েন্সিটি। সেখান থেকে বাইপাস ধরে পাটুলিতে ছোট বৈঠক। তারপর ঢালাই ব্রিজ থেকে ইউটার্ন, অভিষিক্তা মোড় হয়ে বেহালা জোকা পর্যন্ত পরিদর্শন।

শনিবার সাংবাদিকদের একুশে জুলাই প্রসঙ্গে সিপি জানান, “আপনারা সবাই জানেন একুশে জুলাই একটা বড় পলিটিক্যাল প্রোগ্রাম আছে। তার অ্যারেঞ্জমেন্ট কেমন রয়েছে, সেটাই দেখছি। আমাদের সীমান্ত এলাকা যেগুলো রয়েছে বারুইপুরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ওদের কী ভিউ পয়েন্ট আছে ম্যান ম্যানেজমেন্ট সহ। আজকে সাউথের দিকে এসেছি বারুইপুর এসপি (SP, Baruipur PD) এসেছেন ভিসি ট্রাফিক সি পি থ্রি সকলেই আছেন। স্থানীয় রাজনৈতিক লোকজনও এসেছেন।”

আদালতের নির্দেশ নিয়ে সিপি জানিয়েছেন, “আদালত (Calcutta High Court) নির্দেশ দিয়েছেন, সেগুলো কী কী পয়েন্ট আছে, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে দেখা হচ্ছে। সেগুলি কীভাবে পালন করা হবে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ যাতে কমপ্লাই হয় তা দেখা হচ্ছে। আমরা আশা রাখছি সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন হবে এবং আদালতের যে নির্দেশ রয়েছে সেটাও পালন করা হবে।”

আরও পড়ুন: অসমে বাঙালি বিদ্বেষ সব মাত্রা ছাড়িয়েছে: প্রতিরোধের বার্তা মমতার

কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে মনোজ ভার্মা জানিয়েছেন,”আমরা ম্যানপাওয়ার থেকে শুরু করে নজরদারি রাখবো। আরও অনেক পদক্ষেপ সেগুলি এখানে আমরা বলছি না, সেগুলো আমরা স্টেপস নেব। এ সত্ত্বেও যদি কারো কোনো অসুবিধা হয় আমরা হেল্পলাইন নম্বর (helpline number) দিচ্ছি, তাতেও পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। তিনটে নম্বর আছে, একটা টোল ফ্রি নম্বর আছে ১০৭৩, এছাড়াও দুটো মোবাইল নম্বর ৯৮৩০৮ ১১ ১১১ এবং ৯৮৩০০ ১০০০০ এটা আমি ডিসি ট্রাফিককে বলেছি ওয়াইড পাবলিক সার্কুলেশনের জন্য। যাতে সকলে এই নম্বর জানতে পারে। কেউ কোন অসুবিধা হলে এই নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version