Wednesday, August 20, 2025

ম্যাঞ্চেস্টারেই গিলের প্রধান পরীক্ষা, মনে করছেন প্রাক্তন ভারতীয় কোচ

Date:

আগামী ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে নামবে ভারত (India Team)। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। আর সেখানেই শুভমন গিলের (Shubman Gill) জন্য যে বিশেষ পরীক্ষা অপেক্ষা করে রয়েছে বলতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় দলের কোচ তথা প্রাক্তন অজি তারকা গ্রেগ চ্যাপেলের (Greg Chappel)। তাঁর মতে এই ম্যাচে ব্যাটার নয়, অধিনায়ক শুভমন গিলেরই (Shubman Gill) অ্যাসিড টেস্ট হতে চলেছে।

ভারত প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় টেস্টেই শুভমন গিলের (Shubman Gill) দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করে জয়ের রাস্তায় ফিরেছিল টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টেও জয়ের সামনেই ছিল ভারতীয় দল। কিন্তু পঞ্চম দিন ইংল্যান্ডের বোলিংয়ের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। রবীন্দ্র জাদেজা লড়াইটা চালালেও শেষপর্যন্ত আর পারেননি তিনি। মহম্মদ সিরাজ আউট হতেই ভারতীয় দলের সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল। এবার ভারতের সামনে ম্যাঞ্চেস্টার টেস্টের লক্ষ্য।

এই টেস্টেই অধিনায়ক শুভমন গিলের প্রধান পরীক্ষা বলে মনে করছেন গ্রেগ চ্যাপেল। তাঁর নেতৃত্বের ওপরই যে ম্যাচের ফলাফল অনেকটা নির্ভর করবে তা বলতে দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় কোচের। এই প্রসঙ্গে গ্রেগ চ্যাপেল জানিয়েছেন, “এই ওল্ড ট্র্যাফোর্ড টেস্টটাই শুভমন গিলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে। তবে ব্যাটার হিসাবে নয়, একজন যোগ্য নেতা কিনা তারই পরীক্ষা অপেক্ষা করছে এবার”।

রোহিত শর্মা (Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে শুভমন গিলের (Shubman Gill) কাঁধে। এই মুহূর্তে তাঁর নেতৃত্বেই ভারতীয় দল সিরিজে ১-২ ফলাফলে পিছিয়ে রয়েছে। শুভমন গিল ব্যাটার হিসাবে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এবার নেতা হিসাবে ভারতকে সঠিক দিশা তিনি দেখাতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version