Wednesday, January 14, 2026

সন্দেশখালিতে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

Date:

Share post:

সন্দেশখালির(Sandeskhali) ধামাখালি(Dhamakhali) ফেরিঘাট সংলগ্ন একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে ৯ কোটি টাকার জাল নোট। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিরাজউদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী নামে দুই ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃত সিরাজউদ্দিন মোল্লা জীবনতলা, ক্যানিংয়ের বাসিন্দা এবং দেবেশ চক্রবর্তী মহেশতলার বাসিন্দা। ওই দুই ব্যক্তি স্থানীয় একটি দোকানে জিনিসপত্র কিনতে গেলে তাদের দেওয়া টাকা জাল বলে সন্দেহ হয় দোকানদারের। এরপরেই পুলিশে খবর দিলে, পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ছাড়াও নেপালি মুদ্রা, পাঞ্চিং মেশিন(Punching machine) এবং কিছু আসল টাকাও উদ্ধার হয়েছে। সিরাজউদ্দিনের কাছ থেকে দুটি আধার কার্ড পাওয়া গেছে বলেও জানা গিয়েছে। ওই আধার কার্ড নিয়েও তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, বড়সড় আর্থিক কেলেঙ্কারির ছক কষছিল এই দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে যুক্ত রয়েছে আরও একটি বৃহৎ চক্র। এই চক্রের শাখা-প্রশাখা রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বলে মনে করছে তদন্তকারী দল।

প্রসঙ্গত, ধামাখালি থেকে বাসন্তী হাইওয়ে ধরে সহজেই কলকাতা পৌঁছনো যায়, এবং নদীপথে বাংলাদেশের সীমানাও মাত্র ১৫ থেকে ২০ কিমি দূরে। পুলিশের সন্দেহ, ধৃতদের পরিকল্পনায় বাংলাদেশে পালানোর ছকও থাকতে পারে। এছাড়াও তারা স্থানীয় কারও সঙ্গে দেখা করতে এসেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর জাল নোট কাণ্ডের মূলচক্র উদঘাটনে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।ধৃতদের শনিবার বসিরহাট আদালতে তোলা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।

আরও পড়ুন – বাংলায় ভক্তির নাটক, অসমের কালী মন্দির ভাঙার নির্দেশ বিজেপির! কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অনূর্ধ্ব ১৯ দলে থাকলেও আগামীতে যুব বিশ্বকাপ খেলতে পারবেন না বৈভব

বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ(U19 World cup)। আয়ূষ মাত্রের নেতৃত্বে ভারতীয় দল খেললেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে সেই...

ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ!

ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেকে আতঙ্কে মারা যাচ্ছেন আবার...

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...