Friday, December 5, 2025

ম্যাঞ্চেস্টারেই গিলের প্রধান পরীক্ষা, মনে করছেন প্রাক্তন ভারতীয় কোচ

Date:

Share post:

আগামী ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে নামবে ভারত (India Team)। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। আর সেখানেই শুভমন গিলের (Shubman Gill) জন্য যে বিশেষ পরীক্ষা অপেক্ষা করে রয়েছে বলতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় দলের কোচ তথা প্রাক্তন অজি তারকা গ্রেগ চ্যাপেলের (Greg Chappel)। তাঁর মতে এই ম্যাচে ব্যাটার নয়, অধিনায়ক শুভমন গিলেরই (Shubman Gill) অ্যাসিড টেস্ট হতে চলেছে।

ভারত প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় টেস্টেই শুভমন গিলের (Shubman Gill) দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করে জয়ের রাস্তায় ফিরেছিল টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টেও জয়ের সামনেই ছিল ভারতীয় দল। কিন্তু পঞ্চম দিন ইংল্যান্ডের বোলিংয়ের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। রবীন্দ্র জাদেজা লড়াইটা চালালেও শেষপর্যন্ত আর পারেননি তিনি। মহম্মদ সিরাজ আউট হতেই ভারতীয় দলের সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল। এবার ভারতের সামনে ম্যাঞ্চেস্টার টেস্টের লক্ষ্য।

এই টেস্টেই অধিনায়ক শুভমন গিলের প্রধান পরীক্ষা বলে মনে করছেন গ্রেগ চ্যাপেল। তাঁর নেতৃত্বের ওপরই যে ম্যাচের ফলাফল অনেকটা নির্ভর করবে তা বলতে দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় কোচের। এই প্রসঙ্গে গ্রেগ চ্যাপেল জানিয়েছেন, “এই ওল্ড ট্র্যাফোর্ড টেস্টটাই শুভমন গিলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে। তবে ব্যাটার হিসাবে নয়, একজন যোগ্য নেতা কিনা তারই পরীক্ষা অপেক্ষা করছে এবার”।

রোহিত শর্মা (Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে শুভমন গিলের (Shubman Gill) কাঁধে। এই মুহূর্তে তাঁর নেতৃত্বেই ভারতীয় দল সিরিজে ১-২ ফলাফলে পিছিয়ে রয়েছে। শুভমন গিল ব্যাটার হিসাবে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এবার নেতা হিসাবে ভারতকে সঠিক দিশা তিনি দেখাতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...