ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী। তিনি মাঠে নামলেই যেন এখন রেকর্ডের ছড়াছড়ি। ইংল্যান্ডের মাটিতে ফের একটা ইতিহাস তৈরি করলেন এই কিশোর ক্রিকেটার। তাও মাত্র ১৪ বছর বয়সে। ভেঙে দিলেন সুরেশ রায়না থেকে মেহেদি হাসান মিরাজদের সমস্ত রেকর্ড। অনুর্ধ্ব-১৯ টেস্টে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে এক ম্যাচ অর্ধশতরান ও উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

ভারতীয় সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলও এই মুহূর্তে রয়েছে ইংল্যান্ডে। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধেই টেস্ট সিরিজে নেমেছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। সেখানেও দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। প্রথম ইনিংসে ব্যাটে বড় রান না পেলেও, দ্বিতীয় ইনিংসেই সূর্যবংশীর ব্যাট থেকে এসেছে অর্ধশতরান। আর তাতেই এক নতুন ইতিহাস লিখেছেন ১৪ বর্ষীয় এই কিশোর ক্রিকেটার।

ইউথ টেস্টের মঞ্চে এক ম্যাচেই অর্ধশতরান এবং উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবেই এই রেকর্ড গড়েছেন তিনি। এই ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য বড় রান করতে পারেনি সূর্যবংশী। ১৪ রানে সাজঘরে ফরতে হয়েছিল তাঁকে। তবে প্রথম ইনিংসে দুটো উইকেট তুলে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে দ্বিতীয় ইনিংসেই ফর্মে ফেরেন এই কিশোর ক্রিকেটার।

দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। তাঁর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের। তিনি এই পারফরম্যান্স দেখিয়েছিলেন ১৫ বছরে ১৬৭ দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এর আগে ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়েছিলেন সুরেশ রায়না। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০২ সালে ১৫ বঠর ২৪২ দিন বয়সে এই রেকর্ড করেছিলেন রায়না।

তবে এখন সেই সমস্ত রেকর্ডই অতীত। কারণ মাত্র ১৪ বছর বয়সেই বৈভব সূর্যবংশী নতুন ইতিহাসের মালিক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআইতেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বৈভব। এবার টেস্টের মঞ্চেও সেই একই ধারা অব্যহত।

–

–

–

–

–

–
–
–
–
–