Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাসের মালিক ১৪ বর্ষীয় বৈভব সূর্যবংশী

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী। তিনি মাঠে নামলেই যেন এখন রেকর্ডের ছড়াছড়ি। ইংল্যান্ডের মাটিতে ফের একটা ইতিহাস তৈরি করলেন এই কিশোর ক্রিকেটার। তাও মাত্র ১৪ বছর বয়সে। ভেঙে দিলেন সুরেশ রায়না থেকে মেহেদি হাসান মিরাজদের সমস্ত রেকর্ড। অনুর্ধ্ব-১৯ টেস্টে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে এক ম্যাচ অর্ধশতরান ও উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

ভারতীয় সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলও এই মুহূর্তে রয়েছে ইংল্যান্ডে। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধেই টেস্ট সিরিজে নেমেছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। সেখানেও দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। প্রথম ইনিংসে ব্যাটে বড় রান না পেলেও, দ্বিতীয় ইনিংসেই সূর্যবংশীর ব্যাট থেকে এসেছে অর্ধশতরান। আর তাতেই এক নতুন ইতিহাস লিখেছেন ১৪ বর্ষীয় এই কিশোর ক্রিকেটার।

ইউথ টেস্টের মঞ্চে এক ম্যাচেই অর্ধশতরান এবং উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবেই এই রেকর্ড গড়েছেন তিনি। এই ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য বড় রান করতে পারেনি সূর্যবংশী। ১৪ রানে সাজঘরে ফরতে হয়েছিল তাঁকে। তবে প্রথম ইনিংসে দুটো উইকেট তুলে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে দ্বিতীয় ইনিংসেই ফর্মে ফেরেন এই কিশোর ক্রিকেটার।

দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। তাঁর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের। তিনি এই পারফরম্যান্স দেখিয়েছিলেন ১৫ বছরে ১৬৭ দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এর আগে ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়েছিলেন সুরেশ রায়না। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০২ সালে ১৫ বঠর ২৪২ দিন বয়সে এই রেকর্ড করেছিলেন রায়না।

তবে এখন সেই সমস্ত রেকর্ডই অতীত। কারণ মাত্র ১৪ বছর বয়সেই বৈভব সূর্যবংশী নতুন ইতিহাসের মালিক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআইতেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বৈভব। এবার টেস্টের মঞ্চেও সেই একই ধারা অব্যহত।

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...