গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে করুণাময়ী: কর্মীদের ব্যবস্থাপনার তদারকিতে অভিষেক

Date:

Share post:

একুশে জুলাইয়ের বার্তা শুনতে কোচবিহার থেকে কাকদ্বীপ উজাড় করে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল শহর কলকাতায়। তাঁদের সুষ্ঠুভাবে থাকা ও সোমবার সকালে ধর্মতলায় শহিদ তর্পণ অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে শীর্ষ নেতৃত্ব। শহরের নির্দিষ্ট কেন্দ্রগুলিতে দূর দূরান্ত থেকে আসা কর্মীদের থাকার ব্যবস্থা হয়েছে। প্রতিবছর যেভাবে সেইসব কেন্দ্রে কর্মীদের দেখাশোনা সরেজমিনে করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), এবারও তার ব্যতিক্রম হল না। গীতাঞ্জলি স্টেডিয়াম (Gitanjali Stadium) থেকে সেন্ট্রাল পার্ক (Central Park) সর্বত্রই নিজে তদারকি করলেন ব্যবস্থাপনা।

শহিদ সমাবেশের আগের সন্ধ্যায় গীতাঞ্জলি স্টেডিয়ামে (Gitanjali Stadium) দক্ষিণের জেলাগুলি থেকে আগত কর্মীদের থাকা ও খাবার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ব্যবস্থাপনা পরিচালনার তদারকির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় উজ্জীবিত করলেন তৃণমূল স্তরের কর্মীদের। গীতাঞ্জলি স্টেডিয়ামে তাঁকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা বুঝিয়ে দিল সোমবার ফের এই শক্তির প্রকাশ হবে ধর্মতলায়। অভিষেক সেখানে ঘুরে দেখেন কর্মীদের জন্য প্রস্তুত মেডিকেল ক্যাম্পও।

আরও পড়ুন: গ্যাংস্টার চন্দন মিশ্র খুনে গ্রেফতার ৫, রাজ্য পুলিশকে ধন্যবাদ বিহার এসটিএফের

গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সোজা সল্টলেকের সেন্ট্রাল পার্ক চলে যান অভিষেক। সেখানে মূলত উত্তরবঙ্গ থেকে আসা কর্মীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা হয়েছে। নিজে ঘুরে এসেই ব্যবস্থাপনা তদারকি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরনিগমে মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...