Wednesday, November 5, 2025

পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে জল বন্ধের নীতির ঘোষণা করেছিল ভারত। আদতে প্রাকৃতিক কারণে সেই সিন্ধু জল চুক্তি খুব বেশি ভাঙা ভারতের পক্ষে সম্ভব হয়নি। তবে সেই জল-পথেই এবার ভারতকে সায়েস্তা করার পথে চিন। সম্প্রতি ভারতের একাধিক কূটনীতিক থেকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) নিজে চিনে গিয়েছেন, কথা হয়েছে রাষ্ট্রপতি সি জিনপিংয়ের (Xi jinping) সঙ্গেও। তবে তা নিতান্তই ভারত-চিন চুক্তি নির্ভর কথা। এরপরই ভারতকে না জানিয়ে তিব্বতে (Tibet) ব্রহ্মপুত্রের (Brahmaputra) উপর বাঁধ তৈরির কাজ শুরু করে দিল চিন (China)। অরুণাচল (Arunachal Pradesh) সীমান্ত থেকে সামান্য দূরের এই বাঁধ নতুন প্রশ্ন তুলে ধরল মোদির ভ্রান্ত উত্তর-পূর্ব নীতি (north east policy) নিয়ে।

ব্রহ্মপুত্রের উপর বাঁধ তৈরি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। তিব্বতের যে অংশে ব্রহ্মপুত্র অত্যন্ত খরস্রোতা সেখানে বাঁধ তৈরি হলে একদিকে নিচের অংশ জল নিয়ন্ত্রণ সম্ভব। সেই সঙ্গে এই বাঁধ থেকে তৈরি করার ফলে বিশ্বের সবথেকে বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (hydel power project) তৈরি করা সম্ভব হবে। চিনের (China) দাবি এই বাঁধ নিচের অববাহিকা এলাকায় নদীর স্রোত নিয়ন্ত্রণের কাজ সম্ভব হবে।

তবে ভারত ও বাংলাদেশের কাছে ব্রহ্মপুত্রের উপর চিনের তৈরি বাঁধ একটি বড় হুঁশিয়ারি বলেই মনে করছে রাজনৈতিক মহল। নদীর উপরের উপত্যকায় বাঁধ তৈরি বানালে স্বাভাবিকভাবে ভারত ও বাংলাদেশ জল পাবে কি না তা নিয়ে সংশয় থাকবেই। তৈরি হতে পারে খাদ্য সংকটও। সেই সঙ্গে বর্ষায় প্রবল বন্যার রূপ নেওয়া ব্রহ্মপুত্রের নিয়ন্ত্রণ বাঁধ দিয়ে করা হলে থাকবে বন্যার আরও ভয়াবহতার আশঙ্কা। সবথেকে বড় ব্যাপার, যে নদীর উপর উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশ (Bangladesh) নির্ভর করে, সেই নদীর তীব্বতের অংশে বাঁধ হলে চিন এই নদীর উপর নিয়ন্ত্রণে চিনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, এই বাঁধ তৈরি হলে জনতত্ত্বগত পরিবর্তন হবে উত্তর-পূর্ব ভারতসহ তীব্বত এলাকাতেও।

ভারতের তরফ থেকে বারবার আশঙ্কা প্রকাশ ও অরুণাচলের উপর নিয়ন্ত্রণ নিয়ে চিনের সঙ্গে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে। অরুণাচলে বাঁধ তৈরি নিয়ে চিনের সঙ্গে প্রকাশ্যে সংঘাতও হয়েছে। কূটনৈতিক পর্যায়ের আলোচনার পরে যদিও চিন যে নিজের পথে চলার পথই নিয়েছে, তা প্রমাণিত তিব্বতে। নাইংচিতে ব্রহ্মপুত্রের উপরের অববাহিকা সাংপোর (Tsangpo) উপর মেগা ড্যামের প্রকল্প উদ্বোধন করেন মন্ত্রী লি কুয়াং। পাঁচ বছর ধরে এই বাঁধ তৈরি হবে। সেখানে থাকবে তিনটি বাঁধ যা থেকে জলবিদ্যুৎ (hydel power project) তৈরি হবে। বছরে সেখানে ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা চলার মতো বিদ্যুৎ উৎপাদন হবে।

আরও পড়ুন: ১৯ বছর কোমায় থাকার পর প্রয়াত সৌদির ‘ঘুমন্ত’ রাজকুমার

অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে এই বাঁধের দূরত্ব হবে মাত্র ৪০ কিমি। আর এখানেই আশঙ্কা ভারতের জন্য। কয়েক দশক ধরে অরুণাচলকে তীব্বতের (Tibet) অংশ বলে চিনের যে দাবি, তার সঙ্গে লড়াই করতে হয়েছে ভারতকে। একদিকে সাম্প্রতিক সময়ের কেন্দ্রের বিজেপি সরকার উত্তর-পূর্ব নিয়ে একেবারেই যে চিন্তিত নয়, তা নরেন্দ্র মোদির উত্তর পূর্ব নীতি থেকেই প্রমাণিত। সেই পরিস্থিতিতে চিনের (China) প্রস্তাবিত বাঁধ তৈরির কাজও শুরু হয়ে গেল। অথচ কোনও বিবৃতিই প্রকাশ করা হল না ভারতের তরফে। এভাবে অরুণাচলের উপর চিন যে নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে, তা নিয়েও নীরব মোদি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version