Monday, November 3, 2025

শুভেন্দুর পাল্টা! দিলীপের খড়গপুরের শহিদ স্মরণকে খোঁচা তৃণমূলের

Date:

দিলীপ ঘোষের বিজেপিতে বর্তমান অবস্থান কী? খবরে ভেসে থাকা দিলীপ প্রতিদিন যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তার খানিকটা স্পষ্ট করল তার দলই। যে খড়গপুর (Kharagpur) কেন্দ্র থেকে দিলীপকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করে লোকসভা নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছিল, সেই খড়গপুরে ফের কর্মসূচির দায়িত্বে দিলীপ। রাজ্য নেতৃ্ত্বে এটাই দিলীপের জবাব তাঁর বিরোধীদের। যদিও মুখে সে কথা বলা বারণ। তাই তৃণমূলকে শিখণ্ডি করে শহিদ স্মরণের ঘোষণা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অন্যদিকে, প্রকৃত শহিদদের ভুলে তৃণমূলের শহিদ তর্পণকে খাটো করে দেখাতে বিরোধী দলনেতা যে নক্কারজনক পন্থা নিয়েছে তাকে কটাক্ষ তৃণমূলের।

বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পরে মুখে কুলুপ পড়েছে দিলীপ ঘোষের। তবে দলীয় দায়িত্বে ফিরেছেন তিনি। সোমবার তিনি খড়গপুরে বিজেপির শহিদদের নামে তর্পণ করার কর্মসূচি রেখেছেন। আখেরে তা যে শুভেন্দু অধিকারিকে (Suvendu Adhikari) পাল্টা জবাব দিতে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপ ঘোষের কর্মসূচি বিতর্কে কুণালের জবাব, দিলীপ ঘোষের কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা। দিলীপ বাবুর রাগ শুভেন্দুবাবু, সুকান্তবাবুর জন্য। ওনাকে দেখাতে হবে উনি কাজ করছেন। কিন্তু ওনার মনের মধ্যে রাগ সুকান্ত-শুভেন্দুদের (Sukanta Majumder, Suvendu Adhikari) উপর। তাই কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা করে উনি তৃণমূলের নামটা ছুঁয়ে যান।

তার কারণ হিসাবে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবিও স্পষ্ট করে দেন কুণাল। তিনি বলেন, বুঝতে হবে ওনাকে সরিয়েছে যারা, সেই সুকান্ত (Sukanta Majumder), শুভেন্দুর (Suvendu Adhikari) জন্য উনি রাজ্য সভাপতির পদ হারিয়েছেন। সর্বভারতীয় সহ সভাপতি – সরিয়ে দিয়েছে। যেখানকার সাংসদ সেখান থেকে সরিয়ে দিয়ে হারিয়ে দিয়েছে। দলের বিরুদ্ধে বললে ডাক পাচ্ছে না।

আরও পড়ুন: গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে করুণাময়ী: কর্মীদের ব্যবস্থাপনার তদারকিতে অভিষেক

বাস্তবে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কে বড় তার প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবারই উত্তরবঙ্গে শহিদ স্মরণ অনুষ্ঠান করবেন বিরোধী দলনেতা। তৃণমূলের শহিদ তর্পণকে হাইজ্যাক করার মধ্যে দিয়ে শুভেন্দুর খবরে ভেসে থাকাকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের বিরুদ্ধে ওঠা প্রশ্ন গুলোর উত্তর ওনার কাছে নেই। তাই এসব করা। শহিদ তর্পণের যদি কেউ পাল্টা কর্মসূচি দেখে তার মানে তারা শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version