Wednesday, August 20, 2025

শুভেন্দুর পাল্টা! দিলীপের খড়গপুরের শহিদ স্মরণকে খোঁচা তৃণমূলের

Date:

দিলীপ ঘোষের বিজেপিতে বর্তমান অবস্থান কী? খবরে ভেসে থাকা দিলীপ প্রতিদিন যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তার খানিকটা স্পষ্ট করল তার দলই। যে খড়গপুর (Kharagpur) কেন্দ্র থেকে দিলীপকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করে লোকসভা নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছিল, সেই খড়গপুরে ফের কর্মসূচির দায়িত্বে দিলীপ। রাজ্য নেতৃ্ত্বে এটাই দিলীপের জবাব তাঁর বিরোধীদের। যদিও মুখে সে কথা বলা বারণ। তাই তৃণমূলকে শিখণ্ডি করে শহিদ স্মরণের ঘোষণা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অন্যদিকে, প্রকৃত শহিদদের ভুলে তৃণমূলের শহিদ তর্পণকে খাটো করে দেখাতে বিরোধী দলনেতা যে নক্কারজনক পন্থা নিয়েছে তাকে কটাক্ষ তৃণমূলের।

বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পরে মুখে কুলুপ পড়েছে দিলীপ ঘোষের। তবে দলীয় দায়িত্বে ফিরেছেন তিনি। সোমবার তিনি খড়গপুরে বিজেপির শহিদদের নামে তর্পণ করার কর্মসূচি রেখেছেন। আখেরে তা যে শুভেন্দু অধিকারিকে (Suvendu Adhikari) পাল্টা জবাব দিতে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপ ঘোষের কর্মসূচি বিতর্কে কুণালের জবাব, দিলীপ ঘোষের কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা। দিলীপ বাবুর রাগ শুভেন্দুবাবু, সুকান্তবাবুর জন্য। ওনাকে দেখাতে হবে উনি কাজ করছেন। কিন্তু ওনার মনের মধ্যে রাগ সুকান্ত-শুভেন্দুদের (Sukanta Majumder, Suvendu Adhikari) উপর। তাই কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা করে উনি তৃণমূলের নামটা ছুঁয়ে যান।

তার কারণ হিসাবে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবিও স্পষ্ট করে দেন কুণাল। তিনি বলেন, বুঝতে হবে ওনাকে সরিয়েছে যারা, সেই সুকান্ত (Sukanta Majumder), শুভেন্দুর (Suvendu Adhikari) জন্য উনি রাজ্য সভাপতির পদ হারিয়েছেন। সর্বভারতীয় সহ সভাপতি – সরিয়ে দিয়েছে। যেখানকার সাংসদ সেখান থেকে সরিয়ে দিয়ে হারিয়ে দিয়েছে। দলের বিরুদ্ধে বললে ডাক পাচ্ছে না।

আরও পড়ুন: গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে করুণাময়ী: কর্মীদের ব্যবস্থাপনার তদারকিতে অভিষেক

বাস্তবে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কে বড় তার প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবারই উত্তরবঙ্গে শহিদ স্মরণ অনুষ্ঠান করবেন বিরোধী দলনেতা। তৃণমূলের শহিদ তর্পণকে হাইজ্যাক করার মধ্যে দিয়ে শুভেন্দুর খবরে ভেসে থাকাকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের বিরুদ্ধে ওঠা প্রশ্ন গুলোর উত্তর ওনার কাছে নেই। তাই এসব করা। শহিদ তর্পণের যদি কেউ পাল্টা কর্মসূচি দেখে তার মানে তারা শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version