Sunday, November 2, 2025

গুজরাটে মহিলা পুলিশ আধিকারিককে খুন লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের

Date:

লিভ ইন সম্পর্কে আবারও ভয়াবহ পরিণতি। এবার খোদ মোদি রাজ্যেই এমন ভয়াবহ ঘটনার ছবি। গুজরাতের (Gujarat) ভদোদরায় শুক্রবার রাতে এক মহিলা ইনস্পেক্টরকে (Woman Polce Inspector) শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের (CRPF) বিরুদ্ধে। এখানেই শেষ নয়, এরপর তিনি নিজেও হাতের শিরা কেটে, ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে, তাঁর সঙ্গী যে থানায় কর্তব্যরত ছিলেন, সেখানেই গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত সিআরপিএফ জওয়ান। এই থানাতেই অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন নিহত সেই মহিলা।

সূত্রের খবর, অভিযুক্তের নাম দিলীপ যাদব এবং তিনি মণিপুরে আধাসেনায় কাজ করেন। কয়েকদিন আগে ছুটিতে ভদোদরায় ফিরে দিলীপ (Dileep) এবং তাঁর লিভ ইন সঙ্গী অরুণা (Aruna) একটি ফ্ল্যাটে থাকা শুরু করেন। শুক্রবার তাঁর দু’জনে কেনাকাটা করতে যান কারণ দু’জনেই বেড়াতে যাবেন বলে কয়েক দিনের ছুটি নিয়েছিলেন। আহমেদাবাদে কেনাকাটা করে বাড়ি ফেরার পর কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। হঠাৎ অরুণার গলা টিপে ধরেন দিলীপ। অরুণার মৃত্যু হয়েছে বুঝে আত্মহত্যার চেষ্টা করেন দিলীপও।

পুলিশের তরফে খবর, শনিবার সকালে এক ব্যক্তি থানায় ঢুকে কর্মরত পুলিশ আধিকারিককে জনান, তিনি তাঁর লিভ ইন সঙ্গীকে খুন করেছেন। আর তাঁর সঙ্গী এই থানাতেই কর্মরত ছিলেন। শুক্রবার রাতে দু’জনের মধ্যে বেশ অশান্তি হচ্ছিল বলে জানা গিয়েছিল। শনিবার সকাল ১০টা পর্যন্ত অরুণার দেহ নিয়ে ঘরেই বসেছিলেন দিলীপ। অবশেষে উপায় না দেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version