Wednesday, August 20, 2025

হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় ডুরান্ডের প্রথম ম্যাচে অনিশ্চিত সৌভিক

Date:

ইস্টবেঙ্গলের (Eastbengal) পাখির চোখ ডুরান্ড কাপ। পূর্ণশক্তি নিয়ে এই প্রতিযেগিতায় নামতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু প্রথম ম্যাচেই কার্যত নেই সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। রবিবার থেকে ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। কিন্তু এদিনও সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) প্রস্তুতি সারতে পারলেন না। সাইড লাইনে রিহ্যাব সারছেন তিনি। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের।

গতবারের ইস্টবেঙ্গল (Eastbengal) চোট আঘাতে জেরবার ছিল। এবার সেই দিকেই বাড়তি নজর তাদের। কিন্তু সেখানেই দলের মিডফিল্ডের প্রধান অস্ত্র সৌভিক চক্রবর্তীকে (Souvik Chakrabarti) প্রথম ম্যাচে পাবেন না অস্কার ব্রুজোঁ। হ্যামস্ট্রিংয়ে চোট থাকার ফলে আপাতত কয়েকদিন রিহ্যাবই সারতে হবে তাঁকে। যদিও সৌভিককে নিয়ে খুব একটা বাড়তি ঝুঁকি নিতে একেবারেই নারাজ লাল-হলুদ টিম ম্যানেজমেন্টও।

রবিবার থেকেই ইস্টবেঙ্গল ব্রিগেডকে নিয়ে মাঠে নেমে পড়েছেন কোচ অস্কার ব্রুজোঁ। রশিদ আগেই নেমে পড়েছেন। কিন্তু সওল ক্রেসপো, মিগুয়েল এবং কেভিনরা অনুশীলনে যোগ দিলেও রবিবার প্রস্তুতি সারলেন না। বরং কিছুক্ষণ সকলের সঙ্গে কথাবার্তা বলেই তারা মাঠ ছাড়লেন। আর তাতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। তাদের চোট রয়েছে কিনা এই নিয়েও চলছে নানান কথাবার্তা।

তবে এমন কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। এই তিন ফুটবলার এলেও এখনও পর্যন্ত তাদের মেডিক্যাল করা হয়নি। মেডিক্যাল হওয়ার পরই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়বে ইস্টবেঙ্গলের এই তিন বিদেশি। অন্যদিকে দিমি শহরে এলেও তিনি প্রথম ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। তাঁকে দেখার পরই কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version