Sunday, November 9, 2025

” বুড়ো মানুষটি ডিঙি নৌকো নিয়ে খাঁড়ির কাছে একা একা মাছ ধরতো । ৮৪ দিন কেটে গেছে , একটা মাছও ধরতে পারে নি সে । ” পারাবার নাকি কাউকে ফেরায় না । কিন্তু ৮৪ দিন তো বড়ো কম নয় । এতদিন ধরে ধৈর্য্যের পরীক্ষা ! তাও এই বুড়ো বয়সে ? তাহলে কি হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে বিশ্রাম নেবেন তিনি ? তাঁর কি অবসর জীবন আছে ? আছে বিশ্রামের কোনো অবকাশ ?

বৃদ্ধ সান্তিয়াগো । সম্বল বলতে তাঁর আছে একটা ভাঙা নৌকো , আর ভাঙা একটা দেহ । দিনের পর দিন মাছ না পেলেও সমুদ্রে যেতে ভোলেন না তিনি। তাঁর মনে একরাশ স্বপ্ন , একদিন তিনি সমুদ্রের সবচেয়ে বড়ো ও সুন্দর মাছটি ধরবেন । এই হাল না ছাড়া মনোভাবই তাঁকে জিতিয়ে দেয় একদিন । ৮৫ তম দিনে তিনি ধরে ফেলেন এক বিশাল আকৃতির মাছ ।

‘ দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি ‘ উপন্যাসের নায়ক সান্তিয়াগোর জীবনপণ লড়াই আমাদের নানাভাবে শিক্ষিত করে । লেখক আর্নেস্ট হেমিংওয়ে এখানেই সফল । Effort never dies , মনে মনে নিশ্চয়ই মানতেন সান্তিয়াগো । জানতেন শেষ নিঃশ্বাস অবধি আশা ছাড়া যাবে না । জানতেন সাফল্য ধরা দেবেই একদিন ।

বেঁচে থাকার চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই দুর্জয় সাহস । পরিস্থিতির অক্টোপাস আটদিক থেকে পেঁচিয়ে ধরে দিন আনা দিন খাওয়া মানুষের শ্বাসরোধ করতে চায় প্রতিদিন , প্রতিমুহূর্তে । সারাজীবন চলতে থাকে সংগ্রাম । প্রান্তিক জনগোষ্ঠীর খেয়ে না খেয়ে এই লড়াই করার অপরিসীম ক্ষমতা মানবসভ্যতার চিরকালের বিস্ময় ।

এই মহৎ উপন্যাস আমাদের বোঝাতে চায় মানুষের অপরাজেয় মনোভাব তাকে হারতে দেয় না । মানুষ নিজের ধ্বংস মেনে নেয় , কিন্তু পরাজয় মানতে চায় না কিছুতেই । সফলতা মানেই বিপুল রোজগার আর প্রভাবশালী হয়ে ওঠা নয় ।

সফলতা একটা দৃষ্টিভঙ্গি , যা সততা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি ছায়ার মতো চলতে থাকে । কারোর কাছে হাত পাতার দরকার নেই । কোনো আনুগত্য প্রদর্শন কিংবা মেরুদন্ড বিক্রির প্রয়োজন নেই । একটা আদর্শ , একটা মূল্যবোধ থাকা চাই । আর চাই সহজ সরল জীবন যাপন ।

সান্তিয়াগোর জীবিকার একমাত্র উৎস ছিল মাছধরা। অতি দরিদ্র এই মানুষটি কখনো অনাহারে , কখনও বা অর্ধাহারে দিন কাটাতেন । কিন্তু কখনোই ভেঙে পড়েন নি । কোনো বিদ্রুপে বিচলিত হন নি । একটুও সময় নষ্ট করেন নি তিনি । তাঁর মনে দৃঢ় বিশ্বাস ছিল একদিন তাঁর স্বপ্ন পূরণ হবেই । তা বলে ভাগ্যের হাতে সব ছেড়েছুড়ে ঘরে বসে থাকেন নি এই লড়াকু বৃদ্ধটি । সুযোগ কখন এসে যায় কে বলতে পারে !

সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে থাকতে হয় সবসময় । প্রতিটি ভোরে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতেও কখনও নিজের ভাগ্যকে দোষারোপ করতেন না বুড়ো সান্তিয়াগো । কারোর প্রতি কোনো অভিযোগ ছিল না তাঁর ।বরং যা পেয়েছেন , যতটুকু পেয়েছেন তার জন্য তাঁর মনে ছিল অশেষ কৃতজ্ঞতা ।

প্রতিকূলতা যাঁর নিত্যসঙ্গী , এমনকি প্রতিকূলতা তাঁর বহু কষ্টের অর্জনকে কেড়ে নিলেও তিনি দমে যান না , হেরে যান না । এখানেই তাঁর বিজয় । এখানেই মানুষ অপরাজেয় । ৮৫ তম দিনে মাছের খোঁজে সান্তিয়াগো চলে যান দূর সমুদ্রে এবং গাল্ফ স্ট্রিমে বিশাল দৈত্যাকার এক মার্লিন মাছকে তিনি বঁড়শিতে

গাঁথতে সমর্থ হন । তারপর দু’দিন দু’রাত ধরে বিশাল আকৃতির মাছটিকে বাগে আনতে লড়াই করতে থাকেন তিনি । হারপুনে গেঁথে নৌকার একপাশে মাছটি রেখে তীরের দিকে ফিরতে শুরু করেন তিনি । কিন্তু তাঁর বহুদিনের কাঙ্ক্ষিত পুরস্কারটি ছিনিয়ে নিতে দলে দলে ছুটে আসতে থাকে হাঙরেরা । আবার শুরু হয় নতুন এক লড়াই । অবশেষে হাঙরদের বধ করে যখন রণক্লান্ত সান্তিয়াগো মাছটির দিকে তাকান , তখন দেখেন হাঙরদের ক্রমাগত কামড়ে মাছটির কঙ্কালটুকু অবশিষ্ট রয়েছে । বিধ্বস্ত ও পরিশ্রান্ত বৃদ্ধ সান্তিয়াগো কোনোরকমে ঘরে ফিরেই ঘুমিয়ে পড়লেন ।

ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলেন পরের দিনের । তাঁর মনে একরাশ প্রশান্তি । জয় এসেছে অবশেষে । তাঁর স্বপ্ন সফল । তিনি আবার স্বপ্ন দেখতে চান আগামীর । আবহমান মানুষের মহোত্তর উপলব্ধির প্রতীক সান্তিয়াগো নতুন জীবন সংগ্রামের প্রস্তুতি নিতে থাকেন । আরো বাঁচতে হবে , আরও আরও বাঁচতে হবে ।

আরও পড়ুন – গুজরাটে মহিলা পুলিশ আধিকারিককে খুন লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের

_

 

_

 

_

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version