Friday, November 7, 2025

এক নারীকে দুই ভাই বিয়ে করে ‘গর্বিত’! নারীর সম্মানের পক্ষে সরব তৃণমূল

Date:

কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশে ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠা করতে তৎপর। রাজনীতির জন্য যতটা তৎপরতা নরেন্দ্র মোদি ও তাঁর প্রশাসনের মধ্যে দেখা যায়, তার ছিটেফোঁটাও দেখা যায় না শিক্ষার প্রসারের মাধ্যমে অশিক্ষা ও কুপ্রথা দূর করতে। তার ফল স্বরূপ এবার হিমাচল প্রদেশে গর্বের সঙ্গে এক নারীকে বিয়ে করলেন দুই ভাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হল তাঁদের বিয়ের সেই ভিডিও। যে সংস্কারের বশে এই প্রথা আজও হিমাচল প্রদেশ (Himachal Pradesh) তথা উত্তরাখণ্ডের (Uttarakhand) বেশ কিছু অংশে আজও নারীদের এভাবে পুতুল খেলার মতো ব্যবহার করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলে বাংলার শাসকদল তৃণমূল।

হিমাচল প্রদেশের ট্রান্স গিরি এলাকার শিল্লাই গ্রামের বাসিন্দা দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগি একই মঞ্চে বিয়ে সম্পন্ন করেন। কুনহাট গ্রামের সুনিতা চৌহান তাঁদের কনে। শুনতে আশ্চর্য লাগলেও পুরাণের যুগের মতো সুনিতার সঙ্গেই দুই ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পরে প্রদীপ নেগি গর্বের সঙ্গে বলেন, কোনও চাপে পড়ে এই সিদ্ধান্ত নিইনি। স্বেচ্ছায় উপজাতির প্রাচীন সংস্কার (polyandry) বজায় রাখতে এই প্রথা পালন করি। এভাবে পরিবারে নারীকে সম্মান দেওয়া হবে।

২০২৫ সালে দাঁড়িয়ে যখন নরেন্দ্র মোদি (Narendra Modi) গোটা দেশকে ডিজিটাল বানিয়ে ফেলার স্বপ্ন দেখাচ্ছেন, তখন হিমাচলের এই গ্রামের ছবি স্পষ্ট করে দেয় আসলে ভারতের অবস্থান কোথায়। টাকা দিয়ে দেশের বায়ুসেনার লেফটেন্য়ান্টকে মহাকাশে পাঠালেও আদতে নরেন্দ্র মোদির নীতি যে নারী বিরোধী তাও স্পষ্ট হয়ে যায় এই ধরনের প্রথায়।

আরও পড়ুন: ধর্মতলাতেই চলবে একুশে জুলাইয়ের শহিদ তর্পণ: সমাবেশের আগে বার্তা তৃণমূল নেত্রীর

দেশ থেকে সামাজিক ব্যধি দূর করতে ব্যর্থ মোদি ব্যস্ত রাজনীতি করতেই। সেখানেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) প্রশ্ন, বিজেপি ও তাদের সরকার কী স্পষ্ট করতে পারবে যে তাদের প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড আদিবাসী সমাজে প্রথাগুলি যেমন হিমাচল প্রদেশের বহুপতি গ্রহণ প্রথা বন্ধ করতে পারবে? যদি তা হয়, তবে সজোরে প্রচার করুন।

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version