Wednesday, November 5, 2025

পাটনার পারস হাসপাতালের ICU-তে ঢুকে ২০৯ নম্বর কেবিনে থাকা কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে গুলি করে খুনের ঘটনায় এবার আনন্দপুর (Anandapur) এলাকা থেকে শনিবার রাতে ৫ অভিযুক্তকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police Special Task Force)। ঐদিন (১৯ জুলাই) ভোরেই পাটনা পুলিশ (Patna Police) এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) যৌথ ভাবে হানা দিয়েছিল নিউটাউনের ‘সুখবৃষ্টি’ নামক একটি আবাসনে। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। এরপর সিসিটিভির ফুটেজে পাওয়া পাটনার দুষ্কৃতীদের একটি সাদা রঙের গাড়ির সূত্র ধরে শনিবার রাতে কলকাতা পুলিশের এসটিএফ ৫ জনকে আটক করে বিহার পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃতদের মধ্যে একজন মহিলাাও রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, খুনের পর পাটনার হাসপাতাল থেকে খুনিরা একটি সাদা রঙের গাড়ি করে ঘটনাস্থল থেকে চম্পট দিলেও দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটি টোল প্লাজার সিসিটিভির (CCTV) ফুটেজে ওই গাড়িটির ছবি ধরা পড়ে। এরপর তদন্তে নেমে পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখিয়ে জানতে পারে যে গাড়িটি পূর্ব কলকাতার আনন্দপুরের একটি নামী বহুতল আবাসনে প্রবেশ করেছে। কিন্তু ওই আবাসনে তল্লাশি চালিয়ে কিছু মেলেনি। এরপর গোয়েন্দারা জানতে পারেন চারচাকা গাড়ি আনন্দপুরের একটি গেস্ট হাউসে গেছে। সেই সূত্র ধরেই গেস্টহাউস থেকে পাঁচজনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন হরিশ সি, ইউনিস খান ও তৌসিফ ওরফে তৌফিক। এবার প্রশ্ন হচ্ছে, পুলিশের এক কর্তা আগেই জানিয়েছিলেন হাসপাতালে গুলি কাণ্ডে এই গ্যাংয়ের লিডার তৌসিফকে গ্রেফতার করা হয়েছে। এবার কলকাতা থেকেও আরও তৌসিফকে আটক করা হল। তাহলে গ্যাং লিডার আসলে কোন তৌসিফ? পুলিশের তরফে অবশ্য এই নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি।

Related articles

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষে মৃত ৩ পুলিশকর্মী

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু...

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে...
Exit mobile version