Thursday, August 21, 2025

পহেলগাম ঘটনার জের, লেজেন্ডদের খেলাতেও এবার বাতিল হয়ে গেল ভারত বনাম পাকিস্তান (INDvPAK) ম্যাচ। ২০ জুলাই অর্থাৎ রবিবারই দুই চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে রাজি নন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। একাধিক ভারতীয় ক্রিকেটার (Indian Cricketers) নাম তুলে নেওয়ার ফলে শেষপর্যন্ত ম্যাচ বাতিল করে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

হকির জন্য পাকিস্তানের এই দেশে আসার কথা শোনা এবং ভলিবল প্রতিযোগিতায় দুই দেশের একে অপরের মুখোমুখি হওয়ার কথা জানার পরই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসেও (WCL) এই দুই দলের ম্যাচ রাখা হয়েছিল। কিন্তু সেখানেই সুরেশ রায়না (Suresh Raina), হরভজন সিং (Harbhajan Singh) থেকে ইউসুফ পাঠানরা নিজেদের নাম তুলে নিয়েছেন। এরপরই শেষপর্যন্ত ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

পহেলগাম ঘটনা হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সবরকমের সম্পর্খ কার্যত ছিন্ন করেছে ভারত। সেখানে ক্রিকেটও তার বাইরে নয়। ভারত বনাম পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ কার্যত অনিরিদিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এমনকি পাকিস্তানে গিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেনি ভারত। এই ম্যাচ যদিও দুই দেশের লেজেন্ডদের মধ্যেই ছিল।

কিন্তু সেখানেও পাকিস্তানকে বয়কট করার রাস্তাতেই হেঁটেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। তারা নাম তুলে নেওয়ার ফলেই শেষপর্যন্ত ম্যাচ বাতিল হয়ে গিয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version