Tuesday, November 4, 2025

ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামতে চলেছে ভারত। সেখানেই ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে বিরাট রেকর্ডের হাতছানি। কার্যত বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) রেকর্ড ভাঙারই হাতছানি রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে। চতুর্থ টেস্টে যদি আরও তিনটি ওভার বাউন্ডারি হাঁকাতে পারেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার, তবেই বিরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে দেবেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইতিমধ্যেই চলতি এই টেস্ট জোড়া সেঞ্চুরি করে ফেলেছেন পন্থ। সেইসঙ্গে অর্ধশতরানওএসেছে তাঁর ঝুলিতে। এমনকি তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটে এসেছিল সেঞ্চুরির ঝলক। টেস্টের মঞ্চ হলেও ঋষভ পন্থের ব্যাটে সবসময়ই ছিল বড় শটের ঝলক।

ঋষভ পন্থ সবসময়ই বেশ আক্রমণাত্মক মেজাজেই খেলেন। সেই ধারাটা যে তিনি চতুর্থ টেস্টেও ধরে রাখবেন তা বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত ভারতীয় টেস্টে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেওয়াগের। ১০৩ ম্যাচে ৯০টি ছয় হাঁকিয়েছেন তিনি। সেখানেই সেওয়াগের থেকে মাত্র দু ধাপই পিছিয়ে রয়েছেন ঋষভ পন্থ।

এই মুহূর্তে ৪৬ ম্যাচে ৮৮টি ছয় রয়েছে ঋষভ পন্থের। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। যদিও চোট থাকার জন্য সেখানে ঋষভ পন্থ উইকেট কিপিং করতে পারবেন না বলেই শোনা যাচ্ছে। শুধুমাত্র ব্যাট হাতেই ঋষভ পন্থকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে সকলে।

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version