দেশের নামে শিক্ষাপ্রতিষ্ঠান জোকা আইআইএমের বয়েজ হস্টেলে ধর্ষণ কাণ্ডে (Joka IIM Rape case) নির্যাতিতা গোপন জবানবন্দি না দেওয়ায় এবার শর্তসাপেক্ষে অভিযুক্ত পড়ুয়াকে অন্তর্বর্তী জামিন দিল আদালত (Alipore Court) । শনিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে অভিযুক্ত পরমানন্দ টোপ্পানওয়ারকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয়। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।
আদালতে অভিযুক্তের আইনজীবী বলেন, নির্যাতিতা কেন গোপন জবানবন্দি দেওয়া এড়িয়ে যাচ্ছেন তার কোন সঠিক জবাব নেই। আক্রান্ত পড়ুয়ার প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার কথা বলা হলেও এখনও পর্যন্ত তার মেডিক্যাল টেস্ট হয়নি। একবার নয় তিনবার গোপন জবানবন্দির জন্য নির্যাতিতাকে ডাকা হয়েছিল। কেন তিনি গোপন জবানবন্দি দিতে বারবার এড়িয়ে যাচ্ছেন? নির্যাতিতা কেন আসছেন না? তাঁকে একবারের জন্যও আদালতে আনা কেন সম্ভব হল না?সরকারি আইনজীবী জানান, হয়তো নির্যাতিতা এখনও ট্রমায় আছেন। তাই অভিযুক্তের জেল হেফাজতের আবেদন করেন তিনি। পরে প্রয়োজনে পুলিশ হেফাজতের কথাও জানান। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারক। অভিযুক্ত পরমানন্দকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলেও তাঁকে বেশ কিছু শর্ত মানতে হবে। সেগুলি হল –
- • এখনই রাজ্য ছেড়ে কোথাও যেতে পারবেন না অভিযুক্ত পড়ুয়া
- • জরুরি প্রয়োজনে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে
- • মোবাইল নম্বর ও পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখতে হবে
- • পুলিশের তদন্তে সবরকমের সহযোগিতা করতে হবে
- • অভিযোগকারিণী বা তাঁর পরিবারের উপর কোনও প্রভাব খাটানো চলবে না
ধৃত পরমানন্দের অন্তর্বর্তী জামিনের প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। –
–
–
–
–
–
–
–
–
–
–
–