Friday, November 14, 2025

হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় ডুরান্ডের প্রথম ম্যাচে অনিশ্চিত সৌভিক

Date:

Share post:

ইস্টবেঙ্গলের (Eastbengal) পাখির চোখ ডুরান্ড কাপ। পূর্ণশক্তি নিয়ে এই প্রতিযেগিতায় নামতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু প্রথম ম্যাচেই কার্যত নেই সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। রবিবার থেকে ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। কিন্তু এদিনও সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) প্রস্তুতি সারতে পারলেন না। সাইড লাইনে রিহ্যাব সারছেন তিনি। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের।

গতবারের ইস্টবেঙ্গল (Eastbengal) চোট আঘাতে জেরবার ছিল। এবার সেই দিকেই বাড়তি নজর তাদের। কিন্তু সেখানেই দলের মিডফিল্ডের প্রধান অস্ত্র সৌভিক চক্রবর্তীকে (Souvik Chakrabarti) প্রথম ম্যাচে পাবেন না অস্কার ব্রুজোঁ। হ্যামস্ট্রিংয়ে চোট থাকার ফলে আপাতত কয়েকদিন রিহ্যাবই সারতে হবে তাঁকে। যদিও সৌভিককে নিয়ে খুব একটা বাড়তি ঝুঁকি নিতে একেবারেই নারাজ লাল-হলুদ টিম ম্যানেজমেন্টও।

রবিবার থেকেই ইস্টবেঙ্গল ব্রিগেডকে নিয়ে মাঠে নেমে পড়েছেন কোচ অস্কার ব্রুজোঁ। রশিদ আগেই নেমে পড়েছেন। কিন্তু সওল ক্রেসপো, মিগুয়েল এবং কেভিনরা অনুশীলনে যোগ দিলেও রবিবার প্রস্তুতি সারলেন না। বরং কিছুক্ষণ সকলের সঙ্গে কথাবার্তা বলেই তারা মাঠ ছাড়লেন। আর তাতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। তাদের চোট রয়েছে কিনা এই নিয়েও চলছে নানান কথাবার্তা।

তবে এমন কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। এই তিন ফুটবলার এলেও এখনও পর্যন্ত তাদের মেডিক্যাল করা হয়নি। মেডিক্যাল হওয়ার পরই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়বে ইস্টবেঙ্গলের এই তিন বিদেশি। অন্যদিকে দিমি শহরে এলেও তিনি প্রথম ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। তাঁকে দেখার পরই কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...