ঘর ওয়াপসি রূপাঞ্জনা মিত্রর, একুশের মঞ্চে তৃণমূলে ফিরে বললেন, “মনে হচ্ছে স্বর্গে রয়েছি”

Date:

Share post:

একুশের শহীদ স্মরণ সভা মঞ্চে সবাইকে চমকে দিয়ে ঘর ওয়াপসি করলেন রূপাঞ্জনা মিত্র। পাঁচ বছর পর তৃণমূলে ফিরে এলেন অভিনেত্রী ও প্রাক্তন বিজেপি সদস্য রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। দলবদলের পরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে একুশের মঞ্চ থেকে অভিনেত্রী বলেন, “মনে হচ্ছে স্বর্গে রয়েছি। কত দিন পর যেন খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের পরে দিল্লিতে গিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। টলিপাড়ার আরও কয়েকজন তারকার সঙ্গে তিনিও পদ্ম শিবিরে পা রেখেছিলেন কিন্তু, খুব শিগগিরই বিজেপির দলীয় রাজনীতি ও অভ্যন্তরীণ পরিবেশে অসন্তুষ্ট হন তিনি। এক সময় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন,”বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়।” এরপর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন তিনি।

এরপর, সোমবার, ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়কে সাক্ষী রেখে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন রূপাঞ্জনা। দলীয় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন,”বছর পাঁচেক এক রেজিমেন্টেড দলে কাটালাম কিন্তু, মন টিকল না। আজ দিদির (Mamata Banerjee) কাছে ফিরে মনে হচ্ছে বাড়ি ফিরে এলাম।”

আরও পড়ুন: বাঙালি প্রধানমন্ত্রী চাই: স্লোগান-ব্যানারে স্বরগরম ধর্মতলা-চত্বর

গত ডিসেম্বরেই তৃণমূলের ফেরার একপ্রকার ইঙ্গিত দিয়েছিলেন রূপঞ্জনা মিত্র। তিনি জানিয়েছিলেন, ২০১৯ সালে বিজেপি তাঁকে ও অন্য তারকাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ তিনি মেনে চলতে চাননি। সেই থেকেই মানসিক দূরত্ব তৈরি হয়। এদিন একুশের মঞ্চে দাঁড়িয়ে রূপাঞ্জনা বলেন,”কিছু সমস্যা ছিল, কিন্তু সব মিটে গেছে।”

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...