ঘর ওয়াপসি রূপাঞ্জনা মিত্রর, একুশের মঞ্চে তৃণমূলে ফিরে বললেন, “মনে হচ্ছে স্বর্গে রয়েছি”

Date:

Share post:

একুশের শহীদ স্মরণ সভা মঞ্চে সবাইকে চমকে দিয়ে ঘর ওয়াপসি করলেন রূপাঞ্জনা মিত্র। পাঁচ বছর পর তৃণমূলে ফিরে এলেন অভিনেত্রী ও প্রাক্তন বিজেপি সদস্য রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। দলবদলের পরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে একুশের মঞ্চ থেকে অভিনেত্রী বলেন, “মনে হচ্ছে স্বর্গে রয়েছি। কত দিন পর যেন খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের পরে দিল্লিতে গিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। টলিপাড়ার আরও কয়েকজন তারকার সঙ্গে তিনিও পদ্ম শিবিরে পা রেখেছিলেন কিন্তু, খুব শিগগিরই বিজেপির দলীয় রাজনীতি ও অভ্যন্তরীণ পরিবেশে অসন্তুষ্ট হন তিনি। এক সময় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন,”বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়।” এরপর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন তিনি।

এরপর, সোমবার, ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়কে সাক্ষী রেখে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন রূপাঞ্জনা। দলীয় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন,”বছর পাঁচেক এক রেজিমেন্টেড দলে কাটালাম কিন্তু, মন টিকল না। আজ দিদির (Mamata Banerjee) কাছে ফিরে মনে হচ্ছে বাড়ি ফিরে এলাম।”

আরও পড়ুন: বাঙালি প্রধানমন্ত্রী চাই: স্লোগান-ব্যানারে স্বরগরম ধর্মতলা-চত্বর

গত ডিসেম্বরেই তৃণমূলের ফেরার একপ্রকার ইঙ্গিত দিয়েছিলেন রূপঞ্জনা মিত্র। তিনি জানিয়েছিলেন, ২০১৯ সালে বিজেপি তাঁকে ও অন্য তারকাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ তিনি মেনে চলতে চাননি। সেই থেকেই মানসিক দূরত্ব তৈরি হয়। এদিন একুশের মঞ্চে দাঁড়িয়ে রূপাঞ্জনা বলেন,”কিছু সমস্যা ছিল, কিন্তু সব মিটে গেছে।”

spot_img

Related articles

পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

দুর্গোৎসবকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড় সামলাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই শহরের বিভিন্ন...

পঞ্চমীতেই ভিড়ের ঢল, টক্কর উত্তরে–দক্ষিণে 

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...