স্কুলের ভিতরে একের পর এক অপরাধমূলক ঘটনা। স্কুল কর্তৃপক্ষগুলির অবহেলায় সেই স্কুল ক্যাম্পাসে গুলি চলা থেকে ধর্ষণের মতো ঘটনায় লাগাম লাগানো যায়নি উত্তর ভারতের একাধিক রাজ্যে। ফলে এবার স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় মাঠে নামল সিবিএসই বোর্ড। জারি হল নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুলের শৌচালয় ছাড়া বাকি আর সব জায়গায় সিসিটিভি বসাতে হবে।
সাম্প্রতিক সময়ে স্কুলে পড়ুয়াদের উপর হিংসা, নিগ্রহ, মানসিক নির্যাতন ও অন্যান্য সমস্যার ঘটনা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। CBSE জানিয়েছে, স্কুলে নিরাপদ ও সমর্থনশীল পরিবেশ সৃষ্টি করা শিশুর বিকাশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা যাতে কোনো মানসিক চাপে না পড়ে এবং নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে, সে জন্য স্কুলে সিসিটিভি ক্যামেরার ব্যবহার জরুরি। নির্দেশিকায় বলা হয়েছে, সকল অনুমোদিত স্কুলে প্রবেশ ও প্রস্থান পথ, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, করিডোর, সিঁড়ি, খাবারের জায়গা, খেলার মাঠ, শৌচালয়সহ অন্যান্য সাধারণ স্থানে সিসিটিভি বসানো আবশ্যক। এসব ক্যামেরায় রিয়েল টাইম অডিও ও ভিডিও রেকর্ড থাকতে হবে এবং কমপক্ষে ১৫ দিনের ব্যাকআপ রাখার ব্যবস্থাও থাকতে হবে।
আরও পড়ুন- সোমবার থেকেই শুরু হচ্ছে ডার্বির দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি
_
_
_
_
_
_
_
_
_
_
_
_
_