Monday, November 10, 2025

বাংলা-বাঙালির জয়গানে জমজমাট একুশে জুলাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান

Date:

একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকদের কাছে এক আবেগের দিন। একদিকে শহিদের রক্ত যেন ব্যর্থ না যায় সেই শপথ নেওয়া আর বাংলা বিরোধীদের গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়ার অঙ্গীকার বদ্ধ হওয়া। শহিদ দিবসের (Shahid Dibas) শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় কর্মী সমর্থকদের কাছে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তবে তার আগে অন্যান্য বারের মতো এ বছরেও সাংস্কৃতিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘পরিবর্তন’ ব্যান্ডের গানে ফুটে ওঠে বাংলা ও বাঙালির আবেগের কথা। একের পর এক সংগীত পরিবেশনায় দেশপ্রেমের পাশাপাশি বাঙালি সংস্কৃতির জয়গানে মুখরিত হয় ভিক্টোরিয়া হাউস চত্ত্বর।

সোমের সমাবেশে প্রারম্ভিক পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। ‘পরিবর্তন’ ব্যান্ড জনগণের গর্জন গানটি গেয়ে শোনান এই মঞ্চে। এরপর গায়ক সৌমিত্র রায় (Soumitra Roy) একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। ‘ভূমি’ (Bhoomi) ব্যান্ডের গায়ক সুরজিৎ শোনান ‘নাও ছাড়িয়া দে’ গানটি। মঞ্চ থেকে শুরু করে সামনে বসে থাকা দর্শকরা প্রত্যেকেই হাততালি দিয়ে উৎসাহিত করেন শিল্পীকে। এরপর সঙ্গীত পরিবেশন করেন শান্তনু রায়চৌধুরী। সুরেলা কন্ঠে তিনি শোনান ‘আলোকের এই ঝর্ণাধারায়’। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের উপস্থিতিতেই সংগীত পরিবেশন করেন শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)।

রবি ঠাকুর থেকে লালনের গান, আধুনিক থেকে দলীয় থিম সং পরিবেশনার মধ্যে দিয়ে ২০২৫-এর শহিদ দিবসের অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব উপস্থাপিত হয় একুশের মঞ্চে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version