Monday, November 3, 2025

একের পর এক চোটের ধাক্কায় ভারতীয় দল যখন জর্জরিত, সেই সময় খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দুদিন আগে হঠাৎই উইকেটকিপার গ্লাভস হাতে মাঠে নেমে পড়লেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জনও। তবে কি ভারতীয় দলের উইকেটকিপার হিসাবেব ঋষভ পন্থকেই (Rishabh Pant) দেখা যেতে চলেছে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে! তবে ধ্রুব জুরেল (Dhruv Jurel) খেলবেন কিনা সেটা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

গত রবিবার বৃষ্টির জন্য প্রস্তুতি সারতে পারেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে সোমবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। সেখানেই উইকেট কিপিং গ্লাভস হাতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আর সেটাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে। চোটের কারণে তৃতীয় টেস্টে ব্যাটিং করলেও উইকেটকিপিং করতে পারেননি ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে ভারতীয় দলের হয়ে উইকেট কিপিং করেছিলেন ধ্রুব জুরেল।

চতুর্থ টেস্ট শুরুর আগে থেকেই ঋষভ পন্থকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল এই ম্যাচেও নাকি শুধুমাত্র ব্যাটিং করতেই দেখা যাবে ঋষভ পন্থকে। সেই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বেশ সমালোচনাও শুরু হয়েছিল। এমনকি প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী তো বলেই ফেলেছলেন যে উইকেটকিপিং না করলে ঋষভ পন্থের এই ম্যাচ খেলাই উচিৎ নয়।

যদিও ঋষভ খেললে যে এই ম্যাচে ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা একেবারেই নেই এমনটা কিন্তু নয়। কারণ এই ম্যাচে করুণ নায়ারকে না খেলানোর পথেই হাঁটতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ঋষভ পন্থের পাশাপাশি ধ্রুব জুরেলকেও ভারতীয় দলের জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version