একের পর এক চোটের ধাক্কায় ভারতীয় দল যখন জর্জরিত, সেই সময় খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দুদিন আগে হঠাৎই উইকেটকিপার গ্লাভস হাতে মাঠে নেমে পড়লেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জনও। তবে কি ভারতীয় দলের উইকেটকিপার হিসাবেব ঋষভ পন্থকেই (Rishabh Pant) দেখা যেতে চলেছে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে! তবে ধ্রুব জুরেল (Dhruv Jurel) খেলবেন কিনা সেটা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
গত রবিবার বৃষ্টির জন্য প্রস্তুতি সারতে পারেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে সোমবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। সেখানেই উইকেট কিপিং গ্লাভস হাতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আর সেটাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে। চোটের কারণে তৃতীয় টেস্টে ব্যাটিং করলেও উইকেটকিপিং করতে পারেননি ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে ভারতীয় দলের হয়ে উইকেট কিপিং করেছিলেন ধ্রুব জুরেল।
চতুর্থ টেস্ট শুরুর আগে থেকেই ঋষভ পন্থকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল এই ম্যাচেও নাকি শুধুমাত্র ব্যাটিং করতেই দেখা যাবে ঋষভ পন্থকে। সেই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বেশ সমালোচনাও শুরু হয়েছিল। এমনকি প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী তো বলেই ফেলেছলেন যে উইকেটকিপিং না করলে ঋষভ পন্থের এই ম্যাচ খেলাই উচিৎ নয়।
Rishabh Pant is ready with the big gloves. pic.twitter.com/FBEpB5xcGM
— Sahil Malhotra (@Sahil_Malhotra1) July 21, 2025
যদিও ঋষভ খেললে যে এই ম্যাচে ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা একেবারেই নেই এমনটা কিন্তু নয়। কারণ এই ম্যাচে করুণ নায়ারকে না খেলানোর পথেই হাঁটতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ঋষভ পন্থের পাশাপাশি ধ্রুব জুরেলকেও ভারতীয় দলের জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
–
–
–
–
–
–
–
–
–
–
–