Thursday, August 21, 2025

একের পর এক চোটের ধাক্কায় ভারতীয় দল যখন জর্জরিত, সেই সময় খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দুদিন আগে হঠাৎই উইকেটকিপার গ্লাভস হাতে মাঠে নেমে পড়লেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জনও। তবে কি ভারতীয় দলের উইকেটকিপার হিসাবেব ঋষভ পন্থকেই (Rishabh Pant) দেখা যেতে চলেছে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে! তবে ধ্রুব জুরেল (Dhruv Jurel) খেলবেন কিনা সেটা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

গত রবিবার বৃষ্টির জন্য প্রস্তুতি সারতে পারেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে সোমবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। সেখানেই উইকেট কিপিং গ্লাভস হাতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আর সেটাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে। চোটের কারণে তৃতীয় টেস্টে ব্যাটিং করলেও উইকেটকিপিং করতে পারেননি ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে ভারতীয় দলের হয়ে উইকেট কিপিং করেছিলেন ধ্রুব জুরেল।

চতুর্থ টেস্ট শুরুর আগে থেকেই ঋষভ পন্থকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল এই ম্যাচেও নাকি শুধুমাত্র ব্যাটিং করতেই দেখা যাবে ঋষভ পন্থকে। সেই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বেশ সমালোচনাও শুরু হয়েছিল। এমনকি প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী তো বলেই ফেলেছলেন যে উইকেটকিপিং না করলে ঋষভ পন্থের এই ম্যাচ খেলাই উচিৎ নয়।

যদিও ঋষভ খেললে যে এই ম্যাচে ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা একেবারেই নেই এমনটা কিন্তু নয়। কারণ এই ম্যাচে করুণ নায়ারকে না খেলানোর পথেই হাঁটতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ঋষভ পন্থের পাশাপাশি ধ্রুব জুরেলকেও ভারতীয় দলের জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version