Friday, November 14, 2025

দলবদলের গুজবে নব্যদের গঙ্গায় ঝাঁপ দেওয়ার নিদান দিলীপশিবিরের! “অন্দরমহল ফুটিফাটা”-কটাক্ষ কুণালের

Date:

Share post:

ফের প্রকাশ্যে বিজেপি অন্দরের আকচাআকচি। ২১ জুলাইয়ের আগে বিজেপি (BJP) যে তৎকাল নেতারা দিলীপ ঘোষ (Dilip Ghosh) দল ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন বলেন গুজব ছড়িয়েছিলেন, তাঁদের গঙ্গায় ডুব দেওয়া নিদান দিল দিলীপ-শিবির। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) মোক্ষম খোঁচা দিয়ে লেখেন, “ইয়ে অন্দর কি বাত হ্যায়!!!” আর খড়্গপুরে দলবদলু বিজেপি নেতাদের কটাক্ষ করেন স্বয়ং দিলীপ ঘোষ।

বঙ্গে মোদির সভার দিনই দিল্লি গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যে ফিরেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একুশ জুলাই নিয়ে জল্পনা উস্কে দেন দিলীপ। বলেন, ”২১ তারিখ তো চলে যায়নি এখনও। দেখুন না কি হয়।” তার আগে থেকে জল্পনা, দিলীপ ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল যোগ দেবেন। সোমবার পেরিয়ে মঙ্গলবার। দিলীপ রয়েছেন খড়্গপুরে। আর তাঁর অনুগামীরা নব্য বিজেপি নেতাদের ধুয়ে দিচ্ছেন।

সেরকমই একটি ভিডিও পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সেখানে তীব্র কটাক্ষ করেন কুণাল লেখেন,
”বিজেপির অন্দরমহল তো ফুটিফাটা!!! তৎকাল বিজেপির যে নেতারা ২১ জুলাই দিলীপ ঘোষ দল ছাড়ছেন বা দলবদল করছেন বলে দলের মধ্যেই রটাচ্ছিল, আজ সাতসকালে তাদের গঙ্গায় ঝাঁপ দেবার নিদান দিল দিলীপশিবির। ঘাটে সাইনবোর্ড লাগিয়ে। ইয়ে অন্দর কি বাত হ্যায়!!!”

এদিকে, খড়্গপুরে দিলীপ ঘোষ বলেন, যাঁরা বলেছিল দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিচ্ছেন তারা ডিম-ভাত খাওয়া লোক৷ বিজেপি-র কোনও কর্মী এ কথা বিশ্বাস করেননি৷ দলের জন্য ঘাম, রক্ত ঝরিয়েছি। যতক্ষণ না নবান্নে বিজেপি-র কোনও নেতা বসেছে, এই লড়াই চলবে৷ দশ, বারো বছর ধরে যেভাবে রাজ্য থেকে কেন্দ্র লড়াই করেছি, আজকেও করছি৷ বিজেপি ক্ষমতায় এলেও দিলীপ ঘোষ সাধারণ কর্মীই থাকবে৷ শুধু তাই নয়, দলবদলু নেতাদের বিজেপি ছাড়তে হবে বলেও কটাক্ষ করেন দিলীপ।
আরও খবরআলিপুর চিড়িয়াখানা থেকে নিখোঁজ ৩২১ প্রাণী! হাই কোর্টে মামলা স্বেচ্ছাসেবী সংস্থার

spot_img

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...