Friday, August 22, 2025

ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে বিজেপি-শাসিত রাজ্য, বরাদ্দ বঞ্চনায় বাংলা

Date:

ভুয়ো জব কার্ড বাতিলের পরিসংখ্যানে বিজেপি-শাসিত রাজ্যগুলি অনেকটাই এগিয়ে। কিন্তু বরাদ্দ বন্ধ রাখা হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গেই। কেন্দ্রের দেওয়া সর্বশেষ তথ্য থেকেই উঠে এসেছে এই চিত্র।

তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে সংসদে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী যে তালিকা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, গত এক বছরে বাংলায় বাতিল হয়েছে মাত্র দুটি জব কার্ড। অথচ উত্তরপ্রদেশে এই সংখ্যা ৩৪২১, অসমে ৭৩৪১, ছত্তিশগড়ে ৬৮৮৮, ওড়িশায় ৭৫৬৬। তৃণমূলের বক্তব্য, এসব রাজ্যে কেন্দ্র বরাদ্দ চালিয়ে গেলেও বাংলার ক্ষেত্রে তা বন্ধ রাখা হয়েছে, যা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত।

এই প্রেক্ষিতে কেন্দ্রের সমালোচনা করেন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর মতে, তথ্যই প্রমাণ করছে, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে অনিয়ম বেশি হলেও কেন্দ্রীয় অর্থসাহায্য সেখানে অব্যাহত। আর বাংলা তুলনামূলকভাবে বেশি স্বচ্ছ হলেও বরাদ্দ বন্ধ রয়েছে। একশো দিনের কাজের টাকা না মেলায় রাজ্যের গরিব মানুষেরা বিপাকে পড়েছেন। যাঁরা আগে কাজ করেছেন, তাঁদের প্রাপ্য মেটাতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। আদালতও বলেছে, বকেয়া টাকা দিতে হবে।

এই পরিস্থিতি নিয়ে তৃণমূল সাংসদ সাজদা আহমেদ ও মহুয়া মৈত্র প্রশ্ন তোলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর কাছে। উত্তরে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায় খতিয়ে দেখা হচ্ছে। তবে তৃণমূলের দাবি, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। এটি এক ধরনের প্রতিহিংসা এবং বাংলার প্রতি উদ্দেশ্যপ্রণোদিত অবিচার। তালিকা ও পরিসংখ্যান মিলিয়ে পরিষ্কার, কেন্দ্রীয় বরাদ্দের ক্ষেত্রে রাজনীতিক উদ্দেশ্য বড় ভূমিকা নিচ্ছে।

আরও পড়ুন- বই মুক্ত চিন্তার উন্মেষ ঘটায়: কলেজ স্ট্রিটে ‘বইয়ের হাট’ উদ্বোধনে মত সুজন-সূর্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২২ অগাস্ট (শুক্রবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৯৪৫ ₹ ৯৯৪৫০ ₹ খুচরো পাকা সোনা ৯৯৯৫...
Exit mobile version