Monday, November 3, 2025

কী হয়েছিল বেলা ১টা থেকে ৪.৩০টের মধ্যে: ধনকড়ের পদত্যাগে বিস্মিত বিরোধীরা

Date:

সকাল থেকে স্বাভাবিক চলেছে রাজ্যসভার অধিবেশন। বিকালে আচমকা পদত্যাগ! বিষয়টা বিশ্বাসই হচ্ছে না বিরোধী দলগুলির। এরপরেই উপরাষ্ট্রপতি পদ (Vice-president) থেকে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পদত্যাগের ঘটনায় অন্যরকম অঙ্ক দেখছে বিরোধী দলগুলি। যার মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দূরত্ব।

সম্প্রতি সংসদের বাদল অধিবেশন শুরুর আগে ধনকড়ের সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। দেখা করেছিলেন আপ (AAP) নেতা অরবিন্দ কেজরিওয়াল ও সঞ্জয় সিং। এছাড়াও বিরোধী আরজেডি (RJD) দলের সাংসদ প্রেম চাঁদ গুপ্তাও তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তবে কী বিরোধী শিবিরের একাধিক নেতার সঙ্গে নৈকট্যের কারণে তাঁকে ছেঁটে ফেলার নির্দেশ বিজেপির শীর্ষ নেতৃত্বই দিয়েছিলেন, প্রশ্ন দেশের রাজনীতিকদের।

সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথমদিন সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটির (BAC) বৈঠক করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সোমবারই নতুন বিএসি তৈরির প্রস্তাব ছিল। বেলা ১টা পর্যন্ত বিএসি-র (BAC) বৈঠকে নতুন কমিটি নিয়ে সিদ্ধান্ত হয়। ৪.৩০টের সময় রাজ্যসভার বিজেপির দলনেতা জে পি নাড্ডা (J P Nadda) ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর (Kiren Rijiju) উপস্থিতিতে সেই কমিটি পাশ হওয়ার কথা ছিল।

এর মধ্যে রাজ্যসভার সাংসদদের বিচারপতি যশবন্ত ভার্মাকে বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। রাজ্যসভায় শাসক বিরোধী উভয়ের বক্তব্য শোনেন উপরাষ্ট্রপতি ধনকড় (Jagdeep Dhankhar)। তবে ৪.৩০টে পর্যন্ত বিজেপির দুই শীর্ষ নেতা নাড্ডা (J P Nadda) ও রিজিজুর (Kiren Rijiju) জন্য তিনি অপেক্ষা করলেও তাঁরা আসেননি। এমনকি সেই বিষয়টি তাঁর জানাও ছিল না। এরপরই তাঁর পদত্যাগপত্র।

আরও পড়ুন: পাসপোর্ট জাল করে সন্তান নিয়ে দেশ ছেড়েছেন রুশ স্ত্রী! চাঞ্চল্যকর দাবি সুপ্রিম কোর্টে

বিরোধীদের সঙ্গে রাজ্যসভায় বারবার সংঘাত হলেও কখনও দমে যাননি জগদীপ ধনকড়। বাংলার রাজ্যপাল থাকাকালীন যেভাবে একরোখা জেদি মানসিকতা দেখিয়েছিলেন, সেভাবেই রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেও তাঁর উপস্থিতি সবসময়ই ছিল নজরকাড়া। তারপরেও মেয়াদ শেষের দু বছর আগে তাঁর পদত্যাগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শুধুই শারীরিক কারণে অধিবেশনের পরে তিনি নিজে থেকেই পদত্যাগ করলেন, না কি তাঁকে পদত্যাগে বাধ্য করা হল, উঠেছে প্রশ্ন। কংগ্রেসের আশঙ্কা, বেলা ১টা থেকে ৪.৩০টের মধ্যে এমন কিছু হয়েছিল যে কারণে বিএসি-র বৈঠকে আসেননি বিজেপির নাড্ডা ও রিজিজু। এরপরই ধনকড়ের পদত্যাগ।

Related articles

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...
Exit mobile version