আবারও গণধর্ষণ! আবারও সেই ওড়িশা! মাত্র এক বছর এক মাস ওড়িশায় বিজেপি জমানা। আর তার মধ্যে প্রতিদিন অন্তত একটি করে ধর্ষণ বা গণধর্ষণ স্পষ্ট করে দিচ্ছে বিজেপি শাসিত ওড়িশায় (Odisha) নারীর বিপজ্জনক পরিস্থিতি। যে ওড়িশা দেশের হকি মানচিত্রে নবীন পট্টনায়েকের সময়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবার গণধর্ষণ (gang rape) সেই হকির ক্ষেত্রেই। কোচেদের (coach) বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ নাবালিকার।
প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সময়ে ওড়িশার বিভিন্ন জায়গায় হকি (Hockey) প্রশিক্ষণের ব্যাপক সুযোগ তৈরি হয়েছিল। ফলে প্রতিভাবান ওড়িয়া কিশোর কিশোরীরা বর্তমানে হকিতে আকৃষ্ট। সেই আকর্ষণই সর্বনাশ ঘটালো ১৫ বছরের এক নাবালিকার।
অভিযোগ ওড়িশার জাজপুর জেলায় চার হকি প্রশিক্ষক গণধর্ষণ করে ওই নাবালিকাকে। ৩ জুলাই স্থানীয় একটি স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষ হওয়ার পর নাবালিকাকে একটি লজে ডিনারে আমন্ত্রণ জানায় অভিযুক্ত চারজন। তাদের বয়স আনুমানিক ৩০-এর কাছাকাছি। সেই লজে গণধর্ষণের (gang rape) পর নাবালিকাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়। ফলে অভিযোগ দায়ের করতে আসেনি ওই নাবালিকা।
আরও পড়ুন: কী হয়েছিল বেলা ১টা থেকে ৪.৩০টের মধ্যে: ধনকড়ের পদত্যাগে বিস্মিত বিরোধীরা
পরে অভিযোগ দায়ের হলে নাবালিকার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্ত প্রশিক্ষককে আটক করেছে ওড়িশা পুলিশ। আদালতে নাবালিকার গোপন জবানবন্দী নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো (POCSO) ধারায় মামলা দায়েরও হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–