ফেয়ারওয়েল ম্যাচেও চেনা মেজাজে রাসেল, হাঁকালেন পরপর তিন ছয়

Date:

Share post:

সাবাইনা পার্কে শেষবার দেশের জার্সিতে দ্য রাসেল (Andre Russell) শো। আর তাতেই আপ্লুত গোটা সোশ্যাল মিডিয়া। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধেই শেষ আন্তর্জাতিক ম্যাচে নেমেছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। সেই ম্যাচ হয়ত ওয়েস্ট ইন্ডিজ (West Indies) জিততে পারেনি। কিন্তু সকলের মন জিতে নিয়েছেন আন্দ্রে রাসেল। যে রাসেলকে সকলে মাঠে দেখথে অভ্যস্ত। সেই চেনা অবতারেই কেরিয়ারের শেষ ম্যাচেও ধরা দিলেন আন্দ্রে রাসেল। শেষবারের জন্যই দেশের জার্সিতে দেখা গেল রাসেলের মাসেলের জোর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ নম্বর ওভারেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। তার আগে অজি শিবিরের তরুন স্পিনার বেন ডোয়ারসুইস ছিলেন আক্রমণাত্মক মেজাজে। বেশ সমঝেই খেলতে হচ্ছিল তাঁকে। এমন পরিস্থিতিতেই আন্দ্রে রাসেলের (Andre Russell) সামনে তিনিও নেহাতই অসহায়। সাবাইনা পার্কে তাঁর বিরুদ্ধে পরপর তিন বলে তিনটে বিরাট ছক্কা হাঁকান আন্দ্রে রাসেল। আর তাতেই ফের একবার উত্তাল সাবাইনা পার্ক স্টেডিয়াম। যদিও কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে বড় রান করতে পারেননি আন্দ্রে রাসেল।

এদিন রাসেল শো দেখা জন্যই ভরে গিয়েছিল সাবাইনা পার্ক স্টেডিয়াম। উপস্থিত ছিলেন অগুন্তী রাসেল ভক্ত থেকে তাঁর পরিবারের সদস্যরা। এই জায়গা থেকেই উঠে এসেছিলেন রাসেল। সেই ঘরের মাঠেই হল তাঁর ফেয়ারওয়েল ম্যাচও। সেই ম্যাচেই রাসেলের রান ১৫ বলে ৩৬। কিন্তু রাসেলের মাসেল শো দেখল সকলেই। তিন তিনটি বল একেবারে সাবাইনা পার্ক পার করে দিলেন রাসেল।

ম্যাচে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রাসেল মাঠে নামলে যে এখনও একের পর এক বড় ছয়ের ঝলকানি দেখা যায় তা বলার অপেক্ষা রাখে না। দেশের জার্সিতে দেখা না গেলেও, ভবিষ্যতে রাসেল ম্যাজিক যে এখনও পর্যন্ত দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...

কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

কুলদীপ যাদবের(Kuldeep Yadav) স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও...