Tuesday, November 4, 2025

১৯৫৬-র বীরভূমের দলিল দেখেও দিল্লিতে ‘বাংলাদেশি’ তকমা! মমতার দিকে তাকিয়ে সুইটির পরিবার

Date:

Share post:

চার প্রজন্ম ধরে বীরভূমের (Birbhum) পাইকরের বাসিন্দা। দাদু ও ঠাকুরদার ভারতে থাকার ১৯৫৬ সালের দলিল পাওয়া গিয়েছে। তার পরেও বাংলাদেশি তকমা দিয়ে দিল্লিতে (Delhi) পুশব্যাকের চেষ্টা সুইটির পরিবারকে। তীব্র কষ্টের মধ্যে থাকতে হচ্ছে তাদের। একই পরিস্থিতি দানিশ শেখের পরিবারেরও। কেন বাংলাদেশে পুশব‌্যাক? প্রশ্ন তুলেছেন পাইকরের বাসিন্দারা। বাংলাভাষীদের উপর এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকেই তাকিয়ে সুইটিরা।

আগেই পাইকর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শামিমা বিবি বলেন, “দুই পরিবারই এখানে চার পুরুষ ধরে রয়েছে। চার পুরুষের বংশ তালিকায় আমার কাছে রয়েছে। তাহলে ওরা বাংলাদেশি হল কীভাবে?“ এবার সামনে এলো সুইটি বিবির দাদু এবং ঠাকুরদার ১৯৫৬ সালের দলিল। RTI- করে সেই তথ্য পাওয়া গিয়েছে। রীতিমতো বীরভূমের (Birbhum) জমির দলিল রয়েছে সুইটির পূর্বপুরুষদের নামে। তার পরেও বাংলাভাষী হওয়ায় দিল্লিতে হেনস্থার মুখে পড়তে হচ্ছে সুইটদের।

রোহিনীর ২৬ নম্বর সেক্টরের বাঙালি বস্তিতে সুইটি বিবি ও তাঁর দুই সন্তান বছর পাঁচেক দিল্লিতে রয়েছেন। সেখানে পরিচারিকার কাজ করেন সুইটি। তাঁর আদি বাড়ি পাইকরের হাসপাতালপাড়ায়। তাঁর বাবা সাইফুল শেখ পেশায় কৃষক। সুইটি বিবির স্বামী প্রায় পাঁচ বছর নিখোঁজ। পাইকরে থাকেন সুইটির শাশুড়ি।

গত ১৮ জুন দিল্লির রোহিনী জেলা পুলিশের কেএন কাটজু থানা থেকে তাঁদের আটক করা হয়। সুইটির পরিবারের দাবি, তাঁদের কাছে ভারতের বৈধ আধার, ভোটার, রেশন কার্ড রয়েছে। সব কিছু দেখানোর পরেও পুলিশ (Police) কোনও কিছু মানতে চাইছে না। রীতিমতো ভিডিও পোস্ট করে তাঁরা অভিযোগ করছেন তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। তাঁদের থাকা-খাওয়ার জায়গা নেই। সুইটি বিবির মাসি লুৎফা বিবি বলেন, “এত কাগজপত্র থাকা সত্ত্বেও ওদের পুশব্যাক করা হয়েছে, এখন আমরা কি করব?” বাংলাভাষীদের উপর এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তৃণমূল। বাংলা থেকে দিল্লি এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছে বাংলার শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে সুইটিরা।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...