মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) শটে কিক অফ ডুরান্ড কাপের (Durand Cup)। যুবভারতীতে বুধবার বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে হয়ে গেল ১৩৪ তম ডুরান্ড কাপের উদ্বোধন। ছৌ নাচ, ভাঙরা থেকে কুকরি শো। জমজমাট ডুরান্ড কাপের উদ্বোধন। আর সেখানেই বিশেষ আকর্ষণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগেও মুখ্যমন্ত্রীর শট দিয়ে আরম্ভ হয়েছিল ডুরান্ড কাপ। এবারও যুবভারতীতে তেমনটাই হল। উদ্বোধনের পরই ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ট্রফির সামনে সেল্যুট করে সম্মান প্রদর্শন করলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), মনোজ তিওয়ারিরাও।
ডুরান্ড কাপ (Durand Cup) ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। সেইসঙ্গে ছিল নানান অনুষ্ঠানের ব্যবস্থা। উদ্বোধনের শুরুতেই ছিল ছৌ নাচ। এরপর দেশের বিভিন্ন সংস্কৃতির নানান নাচ দিয়েই সাজানো হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠান। ভাঙরার তাল থেকে কুকরি শো। সব মিলিয়ে কার্যত এদিন যুবভারতীতে ছিল সাজো সাজো রব।
অনুষ্ঠান শেষেই মাঠে আসেন ইস্টবেঙ্গল (Eastbengal) এবং সাউথ ইউনাইটে এফসির ফুটবলাররা। তাদের সঙ্গেই পরিচয় পর্ব সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরই ডুরান্ড উদ্বোধনের সেই দীর্ঘ অপেক্ষার মুহূর্ত। মুখ্যমন্ত্রীর শট দিয়েই কিকঅফ হয় এবারের ডুরান্ড কাপ। একবার নয় দুবার বলে কিক করেই ডুরান্ড কাপের উদ্বোধন করলেন তিনি।
উদ্বোধন হওয়ার পরই ঐতিহ্যশালী ডুরান্ড কাপের কাছে গিয়ে সেল্যুট জানিয়েই আনুষ্ঠানিকভাবে এবরের ডুরান্ড কাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরসঙ্গে ক্রীড়ামন্ত্রী সহও উপস্থিত ছিলেন রাজ্যের এক ঝাঁক মন্ত্রীরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
