Saturday, November 1, 2025

অবশেষে বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে পথে নামল বামেরা

Date:

অবশেষে বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থা নিয়ে পথে নামল বামেরা (Left)। এর আগে বাংলার বকেয়া নিয়ে রাজ্যের শাসকদলের সুরেই মোদি সরকারের সমলোচনা করে বামেরা। এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে নেমে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদ করেছেন, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন, তখন বিলম্বিত বোধদয় বাম নেতৃত্বের।

নির্বাচনে শূন্য থেকে মহাশূন্য মিলিয়ে যাচ্ছে CPIM তথা বামেরা। যে ৩-৪ শতাংশ ভোট অবশিষ্ট আছে তা বাঁচাতে এবার রাস্তায় নামতে হল মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেবদের। কারণ, ডবলইঞ্জিনের সরকারের রাজ্যে শুধু বাংলাভাষী হওয়ায় হেনস্থার শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। বৈধ নথি দেখালেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এরকম একটি স্পষ্টকাতর বিষয় নিয়েও যদি প্রতিবাদে না নামে, তাহলে ওই কয়েকহাজার ভোটও ধরে রাখা যাবে বলে মত রাজনৈতিক মহলের।

দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী বিশেষত খেটে খাওয়া মানুষের উপর আরএসএস-বিজেপি বাহিনীর আক্রমণ, বিজেপি শাসিত রাজ্যে খেটে খাওয়া শ্রমিকদের অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া, অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বাংলাভাষী মানুষদের সম্পর্কে বিকৃত ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে বুধবার বিকেলে বামপন্থী (Left) দলগুলির প্রতিবাদ মিছিল নামে। ধর্মতলার লেনিন মূর্তি থেকে রামলীলা পার্ক পর্যন্ত মিছিলে হাঁটেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব-সহ নেতৃত্ব। তবে, এদিনও পথে নামতে হল প্রবীণদের।

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version