Saturday, November 15, 2025

ভোটার তালিকা সংশোধনে কমিশনের কড়া অবস্থান, ভাতা দ্বিগুণ বিএলও-দের

Date:

বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ অভিযান চালাতে চলেছে নির্বাচন কমিশন। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও এই পরিকল্পনা থেকে এক ইঞ্চিও সরছে না কমিশন। শুধু বাংলা নয়, সারা দেশেই এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে বুথ লেভেল অফিসারদের (BLO) ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বিএলওদের বার্ষিক ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। যাঁরা সুপারভাইজার হিসেবে নিযুক্ত হবেন, তাঁরা এখন থেকে বার্ষিক ১৮ হাজার টাকা পাবেন, যা আগে ছিল ৯ হাজার টাকা। এছাড়া, স্পেশাল রিভিশন কিংবা কমিশনের নির্দিষ্ট কোনও বিশেষ কর্মসূচিতে নিযুক্ত বিএলও-দের জন্য অতিরিক্ত ২ হাজার টাকার বিশেষ ভাতা বরাদ্দ করা হয়েছে।

কমিশনের তরফে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ২০১৫ সালের পুরনো নির্দেশিকা বাতিল করে এই নতুন ভাতা কাঠামো চালু করা হচ্ছে।

এদিকে, এই বিশেষ নিবিড় সংশোধন অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিহারে এই প্রক্রিয়াকে ঘিরে সংসদে হইচই শুরু হয়েছে, কারণ লক্ষাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে একাধিক রাজনৈতিক দল। এই আবহেই কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণমুক্ত করার জন্য নবান্নকে চিঠি দিয়েছে। এই নির্দেশ মানতে রাজি নয় রাজ্য সরকার। ইতিমধ্যেই কীভাবে এই নির্দেশ রুখে দেওয়া যায়, তা নিয়ে আইন পরামর্শ শুরু করেছে প্রশাসন। ঘূর্ণাবর্তে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া— কমিশনের দৃঢ় অবস্থানের মুখে কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন – আয়কর সংগ্রহে নতুন লক্ষ্য, কর সচেতনতায় জোর আয়কর দিবসে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version