Sunday, November 9, 2025

হরিয়ানা থেকে রাজস্থান! বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে ভরা নিয়ে ফের সরব মমতা

Date:

নির্লজ্জ বিজেপি সরকার প্রতিদিন নতুন নতুন পন্থায় বাংলার মানুষকে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে অপমান, হেনস্থা ও ডিটেনশন ক্যাম্পে (detention camp) ঢোকানোর মতো কাজ করেই চলেছে। বাংলার বিজেপি নেতারা তাকে জোর গলায় সমর্থন করে চলেছে। সেখানেই স্পষ্ট বাংলার দরিদ্র ও সাধারণ নাগরিকদের কোন জায়গায় নামিয়ে রাখতে চায় বিজেপির রাজ্য থেকে কেন্দ্রের নেতারা। আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিদিন বাংলার পরিযায়ী শ্রমিকদের (migrant labour) হেনস্থায় সরব হচ্ছেন। এতদিন বাংলার শ্রমিক ও তাদের পরিবারকে যাচাই না করেই ডিটেনশন ক্যাম্পের রেখে অত্যাচার করা থেতে বাংলাদেশে পুশ ব্যাক (push back) করা হচ্ছিল বিজেপি রাজ্যগুলিতে। তৃণমূলের ক্রমাগত প্রতিবাদের ফলে এবার বাংলাভাষীদের ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে তাঁদের নথিতে থাকা থানায় খবর দেওয়া শুরু করল হরিয়ানার (Haryana) পুলিশ। ফের একবার বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের এভাবে হেনস্থায় সরব মুখ্যমন্ত্রী।

কীভাবে সনাক্ত করার নামে বাংলাভাষীদের হরিয়ানায় অত্যাচার করা হচ্ছে তার তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, হরিয়ানার (Haryana) গুরগাঁওতে বাংলার বিভিন্ন জেলা থেকে যাওয়া বাংলাভাষী মানুষদের আটক করে রাখা ও অত্যাচার করার ঘটনা ক্রমশ বেড়ে যাওয়ার খবর পাচ্ছি। পরিচয় পত্র যাচাইয়ের অনুরোধের নামে বিভিন্ন থানায় বাংলার পুলিশ হরিয়ানার পুলিশের তরফ থেকে সেই সব রিপোর্ট পাচ্ছে।

শুধুমাত্র হরিয়ানা নয়, রাজস্থানে সমান অত্যাচারের অভিযোগ নিয়ে সরব মুখ্যমন্ত্রী জানান, রাজস্থান-সহ আরও কয়েকটি রাজ্য থেকে খবর এসেছে, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাগরিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের আধিকারিকদের হাতে ওইসব নির্যাতিত মানুষের বৈধ পরিচয়পত্রের নথিও সংগ্রহ করেছেন। ওই রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া অসহায় গরিব বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের পরে অত্য়াচার হয়েই চলেছে।

আর সেখানেই বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ভারতের ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বাঙালিদের উপর এই ভয়ঙ্কর নিষ্ঠুরতা দেখে আমি স্তম্ভিত। কী প্রমাণ করতে চাইছে এরা? এটা নির্মম ও ভয়ঙ্কর। আমরা এটা সহ্য করব না। এই ভাষা সন্ত্রাস (linguistic terrorism) বন্ধ হোক। ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?

সম্প্রতি হরিয়ানায় বাংলার একাধিক জেলার পরিযায়ী শ্রমিকদের (migrant labour) ডিটেনশন ক্যাম্পে (detention camp) ঢুকিয়ে অত্যাচারের খবর আসে রাজ্যে। আবার সেই হরিয়ানাতেই অত্য়াচারের মুখে মালদহের শ্রমিকরা। হরিশ্চন্দ্রপুরের প্রায় দশটি পরিবারের শ্রমিকদের ধর্ম-বর্ণ নির্বিশেষে গুরগাঁওতে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ‘পান্না ত্রিভুজ’ জট: দক্ষিণ এশিয়ায় এয়ার স্ট্রাইকে অশান্ত থাইল্যান্ড-কম্বোডিয়া

বাংলাভাষায় কথা বলা মানুষের উপর বিজেপির পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানেও বাংলার শিল্পীদের প্রতি সেই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা ভাষার উপরে আজ সন্ত্রাস চলছে। বাংলাভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন, সমাজকে যাতে জাগ্রত করতে পারে। প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর আজ বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি কেন আমরা কেউ মানতে পারছি না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version