Tuesday, December 16, 2025

৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা, বাংলার শিল্পী-কলাকুশলীদের পাশে রাজ্য: ‘মহানায়ক সম্মান‘-মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের পাশে আছে রাজ্য সরকার। বৃহস্পতিবার উত্তম কুমারের প্রয়াণদিবসে ‘মহানায়ক সম্মান‘-মঞ্চে জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের জন্য ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা করেছি। কলাকুশলী ও শিল্পী মিলিয়ে রয়েছেন প্রায় ৪৮০০ জন। দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছু সাহায্য করা হয়।”

এদিন, ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানে মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ‘মহানায়ক সম্মান ২০২৫’ পান গায়ক রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, অভিনেতা গার্গী রায়চৌধুরী-সহ একাধিক শিল্পী ও কলাকুশলী। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপরেই প্রসেনজিতের এক বিশেষ উদ্যোগের প্রশংসা করলেন। তিনি বলেন, “প্রসেনজিৎ একটা ভাল আইডিয়া করেছে। একটা মডেল করেছে। আমাকে অফিসাররা দেখে এসে বলেছে। ও প্রায় ১০০টি জায়গায় ৪০ ৫০ জন বসার মত একটা ঘর তৈরি করছে। আমরা সেটাতে খুশি হয়েছি। এটা যদি হয়, তাহলে বুথ লেভেলে বা গ্রাসরুট লেভেলে সিনেমা আরও অনেকটাই ছড়িয়ে পড়বে। গ্রামীণ অনেক জায়গায় এমনকী কিছু প্রত্যন্ত গ্রামে মানুষ সিনেমা দেখতে পাবে। তাতে ওরা যে সিনেমাগুলি তৈরি করে তার একটা মার্কেটও পাবে, এমপ্লয়মেন্টও বাড়বে।“

উত্তম-সমৃতি চারণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আমি এখনও মনে করি উত্তম কুমার দেশের গর্ব জাতির গর্ব, সংস্কৃতির গর্ব, চলচ্চিত্রের গর্ব। আমার জীবনে খুব আফসোস, যদিও সুচিত্রা সেন মৃত্যুর কয়েদিন আগে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি গিয়েছিলাম, শেষ কয়েকদিন রোজ যেতাম। সুপ্রিয়া দি, মাধবী দি, তনুজা দিকে চিনি। সৌমিত্রদাকে দেখেছি কিন্তু উত্তমকুমারের সঙ্গে দেখা হয়নি কখনও। এই না দেখাটা বার বার আমাকে স্মরণ করিয়ে দেয় ভবানীপুরে অনেক সিনেমা হল ছিল। আমার মায়ের সাথে হাত ধরে সিনেমা দেখতে যেতাম। মা যেত আমাকে নিয়ে যেত। সেই সময়ে যে গান গুলো শুনতাম আজও মনে আছে। আমরা আজকাল বাংলা গান খুব কম ব্যবহার করি। সিনেমা থেকে শুরু করে সিরিয়েল সবেতেই কম ব্যবহার করি বাংলা গান। কিন্তু স্বর্ণ যুগের গানের বাজার কোনদিন ফুরোবে না। বাংলা গানের মাধুর্য সংস্কৃতি ভাষা সুর, কথা অনবদ্য।”

এরপরেই শিল্পীদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ২০১২ সাল থেকে স্বীকৃতি চালু করেছিলাম। বড়রা যেমন গান গাইবে তেমন যারা ইয়ং শিল্পীরা আছেন তাদেরও আমরা আনছি। বাংলা সংস্কৃতিকে আমাদের আরো কুসুমিত, পল্লবিত, বিকশিত সুললিত সুশোভিত করে তুলতে হবে। সভ্যতা ও সংস্কৃতি হল জাতির মেরুদন্ড। বাংলা মোদের জন্মভূমি, মাতৃভূমি। এই ভূমি আমাদের উর্বর করে তুলতে হবে। স্বরূপ-অরূপ ওরা তো আছেই। ওরা অনেক কিছু করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। সবসময় সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের পাশে তারা আছে। ভবিষ্যতেও থাকবে। আমরা তাদের জন্য ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা করেছি। কলাকুশলী ও শিল্পী মিলিয়ে রয়েছেন প্রায় ৪৮০০ জন। তারা সকলেই স্বাস্থ্য বিমার আওতায় আছেন। এদের পরিবারের সদস্যদের ধরলে প্রায় ২০ হাজার মানুষ এই স্বাস্থ্য বিমা থেকে উপকৃত হচ্ছেন। এছাড়াও ফিল্ম ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে আমাদের সরকার দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছু সাহায্য করেন। গৌতম দা একবার আমাকে জানিয়েছিল বিজিবিএসে আমরা যেন ফিল্ম সেক্টরকে ইনভল্ভ করি সেটা করেছি। এছাড়া কালচারাল এক্টিভিটিস যেমন গান থেকে শুরু করে সবকিছুই আমরা উন্নত করেছি। আমাদের সঙ্গীত অ্যাকাডেমিও তৈরি হয়ে গিয়েছে। সময় করে উদ্বোধন করব। এর ফলে সঙ্গীত জগৎ অনেকটাই উপকৃত হবে। এছাড়া অরূপকে বলেছি টেলি অ্যাকাডেমির প্রোগ্রামটাও করতে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিবার হয়। সব সিনেমা দেখুন তবে বাংলা সিনেমাকে অবহেলা করবেন না।“

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...