Tuesday, August 12, 2025

মিঠুনের ‘বাংলাভাষী বিরোধী’ মন্তব্যকে ধুয়ে দিল তৃণমূল, কালো টুপি-জোব্বা নিয়ে সরস খোঁচা কুণালের

Date:

আগামী বছরেই বিধানসভা নির্বাচন। তা নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়ছে শাসক-বিরোধীরা। পরিযায়ী ও তৎকাল নেতাদের নিয়ে চলা বিজেপি বৃহস্পতিবার অভিনেতা থেকে নেতা হওয়া মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়ে এসে দলীয় নেতাদের সঙ্গে সভা করে। আর সেখানেই মিঠুন দাবি, অনুপ্রবেশকারীদের সরিয়ে দিলে তৃণমূল এখানে ৭০-এর বেশি আসন পাবেন না। এর জবাবে তীব্র খোঁচা দেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, প্রবল গরমে কালো টুপি আর জোব্বা পরলে একটু মানসিক ভারসাম্যের সমস্যা হয়। এর পরেই ধুয়ে দেন কুণাল। বলেন, বিজেপির প্রতিহিংসার জবাব দেবেন বাংলার মানুষ। ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগেও মানতে চাননি মিঠুন। সেই বিষয় নিয়ে তাঁকে তুলোধনা করেন তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)।

এদিন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিভিন্ন দল ঘুরে বিজেপিতে (BJP) আসা মিঠুন (Mithun Chakraborty) জানান দেশের কোথাও না কি বাংলাভাষীদের উপর কোনও অত্যাচার হয়নি। তাঁর কথায়, “দেশের কোথাও বাঙালিদের ওপর কোনও অত্যাচার হয়নি। আসলে সামনে ভোট, তাই তৃণমূল এটাকে ইস্যু করে কাজে লাগাতে চাইছে।” এমনকী, ভোটার লিস্ট থেকে বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগও উড়িয়ে দেন বিজেপি নেতা। তিনি বলেন, কোথাও কোনও বাঙালির ওপর অত্যাচার বা কোনও সত্যিকারের নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না। পাল্টা তৃণমূলকে নিশানা করে মিঠুন বলেন, “বাংলার ভোটার লিস্টে এই অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি। ওরাও জানে এদের বেছে বেছে বার করে দিলে এরা ৭০টা সিটও পাবে না। তাই ভোটার তালিকা সংশোধনের কাজ হতেই তা আটকাতে তৃণমূল উঠে পড়ে লেগেছে।”

এর জবাবে মিঠুনকে ধুয়ে দেন কুণাল ঘোষ। প্রথমে খোঁচা দিয়ে তিনি বলেন, প্রবল গরমে কালো টুপি আর জোব্বা পরলে একটু মানসিক ভারসাম্যের সমস্যা হয়। এর পরেই তীব্র আক্রমণ করে কুণাল বলেন, বিজেপির প্রতিহিংসার জবাব সামনের নির্বাচনে বাংলার মানুষ দেবেন। তাঁর কথায়, ভোটপাখি মিঠুন ২০২১-এর লোকসভা নির্বাচনের আগেও রাজ্যে এসে বড় বড় ভাষণ দেন। আর তার জেরে কমে বিজেপির ভোট। মিঠুনকে ‘গদ্দার’, ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিঠুনকে রাজ্য সভায় পাঠান, তখন তিনি বলেছিলেন, মমতা আমার বোন, তার পাশে আজীবন থাকব। এখন মামলা থেকে বাঁচতে মোদি-শাহর পা ধরে বিজেপি করছেন। বাংলা তথা বাঙালি এর জবাব দেবে।

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ ওড়ানোয় মিঠুনকে একহাত নেন তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু। তিনি বলেন, যে রাজ্যে অত্যাচার হচ্ছে, সেই রাজ্য সরকার মানছে, তারা বাংলার সঙ্গে কথা বলছে, আর মিঠুন চক্রবর্তী মানছেন না। যদি বাংলাভাষীদের হেনস্থা করা না হয়, তাহলে কেন্দ্রীয় সরকার কেন তাঁদের বাংলাদেশে পাঠালো আবার ফিরিয়ে আনলো! এর পরেই দেবাংশু বলেন, মিঠুন বাঙালি। তাঁকে নিয়ে একসময়ে আমাদের গর্ব ছিল। কিন্তু তিনি বাংলার জন্য কী করছেন? তিনি মুম্বইতে থাকেন। আর ভোটের সময় ফ্যায়দা লুঠতে বাংলায় আসেন।
আরও খবরNCERT সিলেবাস থেকে বাদ ওড়িশার পাইকা বিদ্রোহ: সরব নবীন পট্টনায়েক

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...
Exit mobile version