বিজেপির (BJP) মাত্রাছাড়া বাঙালি-বিদ্বেষের মাশুল গুণতে হচ্ছে বাংলার শ্রমিকদের। এবার ডবলইঞ্জিন রাজস্থানে (Rajsthan) পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন মালদহের (Maldah) কালিয়াচকের যুবক। শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাঁকে আটক করা হয়েছে বলে অভিযোগ।
পরিচয়পত্র-সহ যাবতীয় নথি কেড়ে নিয়ে প্রায় দু’মাস ধরে তাঁকে জোর করে ডিটেনশন ক্যাম্পে রেখে রাতের অন্ধকারে বিএসএফের মদতে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। পরিবার জানেও না, বাড়ির ছেলে বেঁচে আছে কি না!
এই ঘটনায় কেন্দ্র ও বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যকে একহাত নিয়ে তৃণমূল জানিয়েছে, বাঙালিকে হেনস্থা করে মোদিজির শাগরেদরা আবার বাংলা প্রেম দেখান! লজ্জা থাকা দরকার! ২০২৬-এ এই বাংলাবিরোধী বিজেপিকে (BJP) সমূলে উপড়ে ফেলতে হবে।
–
–
–
–
–
–
–
–
–
–
–