Thursday, December 4, 2025

একশো দিনের কাজে বিজেপির নির্লজ্জ বঞ্চনা বাংলাকে! সরব তৃণমূল থেকে বিরোধীরা

Date:

Share post:

কেন্দ্রীয় প্রকল্পে গোটা দেশের জন্য বরাদ্দ কত? প্রশ্নের উত্তরে কেন্দ্রের বাংলা বিরোধী মোদি সরকার যে তালিকা প্রকাশ করল তাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কেন্দ্রের সরকার বাংলার জন্য একশো দিনের কাজের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কোনও টাকাই যে বরাদ্দ করেনি, তা স্বীকার করে নিল বিজেপিই। তালিকায় নামই নেই বাংলার। সেখানেই শাসকদল তৃণমূলের দাবি, বাংলা থেকে করের টাকা আদায় হলেও বঞ্চনায় শীর্ষে সেই বাংলা। এমনকি নির্লজ্জ কেন্দ্রের সরকার আদালতের নির্দেশের পরেও বকেয়া মেটায় না।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন এমজিএনআরইজিএ প্রকল্পের কাজের বরাদ্দ নিয়ে৷ গোটা দেশে এই প্রকল্পে কর্মদিবসের পরিমাণ কমে যাওয়ার হিসাব দাবি করেছিলেন তিনি। সেই সঙ্গে কোন রাজ্যে কত বকেয়া তারও হিসাব জানতে চান ডেরেক।

এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে যে তালিকা পেশ করা হয়েছে সেখানে বাংলার নাম উল্লেখই করা হয়নি৷ এই প্রসঙ্গেই ডেরেক ও ব্রায়ান দাবি করেন, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে সারা দেশে শ্রমিকদের সংখ্যা ৮ কোটি ৩৪ লক্ষ থেকে কমে ৭ কোটি ৮৮ লক্ষ হয়েছে৷ একইসঙ্গে কমেছে গড় কর্মদিবসের পরিমাণ, ৫২ থেকে কমে তা ৫০ হয়েছে৷ এই তথ্য সম্পর্কে বিস্তারিত দাবি করেন তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান যে তালিকা পেশ করেছেন সংসদে, সেখানে বাংলার কোনও নামই নেই৷

শুক্রবার কেন্দ্রের মন্ত্রকের এই উত্তরের পরে স্বভাবতই কেন্দ্রীয় সরকারকে তীব্রভাবে নিশানা করেছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বাংলা কি দেশের বাইরে৷ এই ভাবে গায়ের জোরে, ক্ষমতার জোরে বাংলার নাম তালিকা থেকে বাদ দিতে পারেন আপনারা৷ মনে রাখবেন আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে ব্রাত্য করবে৷

অন্যদিকে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আরও স্পষ্ট করে দেন কেন্দ্রের নির্লজ্জতা। তিনি তুলে ধরেন, বিজেপি পুরদস্তুর বঞ্চনা করেছে পশ্চিমবঙ্গকে (West Bengal)। তালিকাতে একমাত্র রাজ্য নেই পশ্চিমবঙ্গ। আদালত বললেও তাতে কাজ হয় না। তাতে উত্তর আসে – খতিয়ে দেখা হচ্ছে। অথচ বাংলা থেকে করের টাকা তুলে নিয়ে যাচ্ছে। অথচ অন্যান্য রাজ্যে ভুরি ভুরি বেনিয়ম, দুর্নীতি। উত্তরপ্রদেশে ব্যাপক দুর্নীতি সত্ত্বেও সেই টাকা পেয়ে যাচ্ছে তারা।

আরও পড়ুন: আবারও জয় SSC-র: সুপ্রিম কোর্টে ধোপে টিকলো না ‘যোগ্য’ চাকরিহারাদের আবেদন

বাংলার শাসকদলের পাশাপাশি এদিন বিজেপির এই নির্লজ্জ তালিকা প্রকাশ নিয়ে এদিন সরব হয় ইন্ডিয়া জোট সদস্য কংগ্রেসও। দলীয় মুখপাত্র জয়রাম রমেশ প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রিপোর্ট পেশ করেছে। কিন্তু একমাত্র রাজ্যের তথ্য দেওয়া নেই – বাংলার। কেন? এটা বিস্ময়কর, অভাবনীয় ও অনভিপ্রেত।

spot_img

Related articles

গোপন ট্রেন, প্যালেস, ৭০০ গাড়ি: গুপ্তচর থেকে প্রেসিডেন্ট পুতিন, সম্পত্তির পরিমাণ কত?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তাঁর রহস্যময় ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার বিষয়। তিনি কখনও তাঁর...

উচ্চ প্রাথমিকের নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের

উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা-শারীরিকশিক্ষায় ১৬০০ অতিরিক্ত শূন্য পদ (super numerary post in upper primary recruitment) তৈরির বিজ্ঞপ্তি খারিজ করল...

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...