Saturday, November 15, 2025

একশো দিনের কাজে বিজেপির নির্লজ্জ বঞ্চনা বাংলাকে! সরব তৃণমূল থেকে বিরোধীরা

Date:

কেন্দ্রীয় প্রকল্পে গোটা দেশের জন্য বরাদ্দ কত? প্রশ্নের উত্তরে কেন্দ্রের বাংলা বিরোধী মোদি সরকার যে তালিকা প্রকাশ করল তাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কেন্দ্রের সরকার বাংলার জন্য একশো দিনের কাজের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কোনও টাকাই যে বরাদ্দ করেনি, তা স্বীকার করে নিল বিজেপিই। তালিকায় নামই নেই বাংলার। সেখানেই শাসকদল তৃণমূলের দাবি, বাংলা থেকে করের টাকা আদায় হলেও বঞ্চনায় শীর্ষে সেই বাংলা। এমনকি নির্লজ্জ কেন্দ্রের সরকার আদালতের নির্দেশের পরেও বকেয়া মেটায় না।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন এমজিএনআরইজিএ প্রকল্পের কাজের বরাদ্দ নিয়ে৷ গোটা দেশে এই প্রকল্পে কর্মদিবসের পরিমাণ কমে যাওয়ার হিসাব দাবি করেছিলেন তিনি। সেই সঙ্গে কোন রাজ্যে কত বকেয়া তারও হিসাব জানতে চান ডেরেক।

এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে যে তালিকা পেশ করা হয়েছে সেখানে বাংলার নাম উল্লেখই করা হয়নি৷ এই প্রসঙ্গেই ডেরেক ও ব্রায়ান দাবি করেন, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে সারা দেশে শ্রমিকদের সংখ্যা ৮ কোটি ৩৪ লক্ষ থেকে কমে ৭ কোটি ৮৮ লক্ষ হয়েছে৷ একইসঙ্গে কমেছে গড় কর্মদিবসের পরিমাণ, ৫২ থেকে কমে তা ৫০ হয়েছে৷ এই তথ্য সম্পর্কে বিস্তারিত দাবি করেন তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান যে তালিকা পেশ করেছেন সংসদে, সেখানে বাংলার কোনও নামই নেই৷

শুক্রবার কেন্দ্রের মন্ত্রকের এই উত্তরের পরে স্বভাবতই কেন্দ্রীয় সরকারকে তীব্রভাবে নিশানা করেছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বাংলা কি দেশের বাইরে৷ এই ভাবে গায়ের জোরে, ক্ষমতার জোরে বাংলার নাম তালিকা থেকে বাদ দিতে পারেন আপনারা৷ মনে রাখবেন আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে ব্রাত্য করবে৷

অন্যদিকে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আরও স্পষ্ট করে দেন কেন্দ্রের নির্লজ্জতা। তিনি তুলে ধরেন, বিজেপি পুরদস্তুর বঞ্চনা করেছে পশ্চিমবঙ্গকে (West Bengal)। তালিকাতে একমাত্র রাজ্য নেই পশ্চিমবঙ্গ। আদালত বললেও তাতে কাজ হয় না। তাতে উত্তর আসে – খতিয়ে দেখা হচ্ছে। অথচ বাংলা থেকে করের টাকা তুলে নিয়ে যাচ্ছে। অথচ অন্যান্য রাজ্যে ভুরি ভুরি বেনিয়ম, দুর্নীতি। উত্তরপ্রদেশে ব্যাপক দুর্নীতি সত্ত্বেও সেই টাকা পেয়ে যাচ্ছে তারা।

আরও পড়ুন: আবারও জয় SSC-র: সুপ্রিম কোর্টে ধোপে টিকলো না ‘যোগ্য’ চাকরিহারাদের আবেদন

বাংলার শাসকদলের পাশাপাশি এদিন বিজেপির এই নির্লজ্জ তালিকা প্রকাশ নিয়ে এদিন সরব হয় ইন্ডিয়া জোট সদস্য কংগ্রেসও। দলীয় মুখপাত্র জয়রাম রমেশ প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রিপোর্ট পেশ করেছে। কিন্তু একমাত্র রাজ্যের তথ্য দেওয়া নেই – বাংলার। কেন? এটা বিস্ময়কর, অভাবনীয় ও অনভিপ্রেত।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version