Thursday, November 6, 2025

বাংলা কবিতার জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha)। শুক্রবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কবি। গত কয়েক মাসে তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে, চিকিৎসাধীন অবস্থাতেই চলে গেলেন তিনি।

শ্রীহট্টে জন্মগ্রহণ করলেও রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha) বেড়ে ওঠেন উত্তরবঙ্গ ও কলকাতায়। ছাত্রাবস্থা থেকেই কবিতা লেখার প্রতি ঝোঁক। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধকার’, ‘প্রিয় স্বরলিপি’ প্রকাশিত হয় আশির দশকে। এরপর একের পর এক কাব্যগ্রন্থে তিনি তুলে ধরেছেন নাগরিক জীবনের নিঃসঙ্গতা, প্রেম, সামাজিক ভাঙন এবং আত্মানুসন্ধানের কথা। যদিও তিনি পেশায় ছিলেন গণমাধ্যমের কর্মী।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে—’নেশা এক প্রিয় ফল’, ‘ও তরঙ্গ লাফাও’, ‘আমার সামাজিক ভূমিকা’, ‘সামান্য এলিজি’ ইত্যাদি। তাঁর লেখা কবিতায় উঠে এসেছে কলোনি জীবনের কথা, প্রেমের প্রকৃতি, সাতের দশকের জীবনচর্যা, সমসাময়িক রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট—সবই তাঁর কবিতায় উঠে এসেছে অতি সংবেদনশীল ভঙ্গিমায়। পাঠকের হৃদয়ে তিনি তৈরি করেছিলেন স্থায়ী আসন।

পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি তাঁকে ‘সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা’-তে ভূষিত করেছিল। তাঁর রচনাবলি অনূদিত হয়েছে ইংরেজি, হিন্দি, অসমিয়া ও ওড়িয়া ভাষায়। ভারতের বাইরেও বিভিন্ন সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সাহিত্য-সাংস্কৃতিক পরিসরে এক নির্লিপ্ত অথচ গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন রাহুল পুরকায়স্থ। তাঁর মৃত্যুতে সাহিত্য মহলে নেমে এসেছে শোকের ছায়া। ফেসবুক জুড়েও কবিকে স্মরণ করে লিখেছেন বহু কবি, সাহিত্যিক, পাঠক। আরও পড়ুন : ফের বাংলাভাষী নিগ্রহ! রাজস্থানে নিখোঁজ বাংলার শ্রমিক

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version