কবে আসবেন ইস্টবেঙ্গলের জয় গুপ্তা (Jay Gupta)। এফসি গোয়া জয় গুপ্তার ইস্টবেঙ্গলে (Eastbengal) আসার কথা জানিয়ে দিলেও, সূত্রের খবর কিন্তু অন্য। এখনও পর্যন্ত নাকি জয় গুপ্তার (Jay Gupta) সঙ্গে চুক্তি পর্বই সারেনি লাল-হলুদ ব্রিগেড। আসলে আইএসএলের ভবিষ্যৎ কী হবে তা নিয়েই চলছে এখন জোর জল্পনা। শোনা যাচ্ছে সেই কারণেই নাকি আপাতত জয় গুপ্তার চুক্তিটা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
আসন্ন আইএসএলের (ISL) কথা মাথায় রেখেই এবার জোরকদমে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানে জয় গুপ্তার মতো ডিফেন্ডার যে ইস্টবেঙ্গল শিবিরের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই পরিস্থিতিতে খানিকটা ধীরে চলার নীতিই নিতে চলেছে ইস্টবেঙ্গল। জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা হলেও এখন পর্যন্ত তাঁকে নেয়নি লাল-হলুদ শিবির।
আসলে আইএসএলের ভাগ্য এই মুহূর্তে ঝুলে রয়েছে আদালতের হাতে। ফেডারেশনের সংবিধান নিয়ে যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও কিছুই হবে না। সেই কারণে এফএসএডিলের সঙ্গে নতুন চুক্তি হওয়া নিয়েও কোনওরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই কারণে ভারতের সেরা ফুটবল লিগের ভবিষ্যৎও খানিকটা ধন্দে রয়েছে।
এই পরিস্থিতিতে ফুটবলার নিলেও, এই মুহূর্তে নতুন কোনও সই করাচ্ছে না ইস্টবেঙ্গল। জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা হয়ে গেলেও, আপাতত তাঁর চুক্তিপর্ব স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল।
–
–
–
–
–
–
–
–
–
–
–