Wednesday, August 20, 2025

এজলাসে ‘দুর্ব্যবহার’! বিচারপতি শুভ্রা ঘোষের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে মৌখিক অভিযোগ কল্যাণের

Date:

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে ধৃত পুলিশ অফিসার রত্না চক্রবর্তীর জামিন মামলায় শুক্রবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের (Justice Shubhara Ghosh) সঙ্গে গোলমাল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। ‘দুর্ব্যবহার’-এর অভিযোগে বিচারপতির বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে মৌখিক অভিযোগ করেন কল্যাণ। এদিক, মামলাটি ছেড়ে দেন ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ।

২০২১ সালে কাঁকুড়গাছির বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় কলকাতা পুলিশের তৎকালীন নারকেলডাঙা থানার ওসি শুভজিৎ সেন ও সুজাতা দে, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলায় তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন কল্যাণ Kalyan Banerjee)। সোমবার মামলা গৃহীত হয়। মঙ্গলবার, শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, তিনি সিবিআই-এর মত শুনতে। চান। সেই মতো, শুক্রবার শুনানির দিন ধার্য হয়। এদিন, বিচারপতি এই মামলার রায় দিতে চাননি। শুধু তাই নয়, তাঁকে সোমবার রায়ে দিতে আর্জি মানেননি তিনি। জানিয়ে দেন ১৫দিন পরে মামলা শুনবেন।

এই কথা শুনেই ক্ষুব্ধ কল্যাণ বলেন, এটা হতে পারে না। আমি সংসদের অধিবেশন ছেড়ে বৃহস্পতিবার ফিরলাম শুধু এই মামলার জন্য। আমার মক্কেল ১৫দিন বন্দি থাকবেন, আপনি মামলা শুনতে পারবেন না বলে! এটা হয় না। এই শুনে ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, আপনি কী ছেড়ে এসেছেন, সেটা আপনার ব্যাপার। আমি এখন রায় দিতে পারব না।

এর পরেই কল্যাণ বলেন, ”আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। এটাই দুর্ভাগ্য।” এই কথা শুনে মেজাজ হারান শুভ্রা ঘোষ। বলেন, “অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানা মন্তব্য করছেন। আপনার লেকচার আদালত শুনবে না।” এর পরই বিচারপতি ঘোষণ জানান, ”আমি এই মামলা ছেড়ে দিচ্ছি। অন্য কোনও বেঞ্চে যান।”

এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ আইনজীবী কল্যাণ। তাঁর কথায় আগেও অর্জুন সিং-এর একটি মামলায় রাজ্যের তরফ থেকে তিনি লড়েছিলেন। সেখাও অর্ন্তর্বতীকালীন জামিন মামলায় তাঁকে আক্রমণ করা হয়। এদিনের বিষয় নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন কল্যাণ। এখন কোন বেঞ্চে জামিন মামলা যায়, সেটাই দেখার।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version