চতুর্থ টেস্ট চলাকালীন শুভমন গিলের(Shubman Gill) কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ওয়াশিংটন সুন্দরকে(Washington Sundar) প্রথম সেশনে ব্যবহার না করাতেই কার্যত হতবাক তিনি। এদিন ৬৯ ওভারের মাথায় ওয়াশিংটন সুন্দরকে বোলিংয়ে নিয়ে আসেন শুভমন গিল। আর সেই ট্যাকটিক্স নিয়েই এবার প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় দলের কোচ। স্পিনারদের ওপর ভরসা না রাখার কথাই শোনা যাচ্ছে শাস্ত্রীর (Ravi Shastri) মুখে।
গত ম্যাচে লর্ডসে শুভমন গিলের অন্যতম তুরুপের তাস হয়ে উঠেছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ইনিংসে ২২ রানে একাই ৪ উইকে তুলে নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর বোলিংয়ের সৌজন্যেই কার্যত ভারতীয় দল জয়ের মতো জায়গায় চলে গিয়েছিল। কিন্তু সেই ওয়াশিংটন সুন্দরকেই এত দেরীতে ব্যবহার করায় বেশ ক্ষুব্ধ রবি শাস্ত্রী। কার্যত স্পিনারদের ওপর গিলের ভরসা না রাখার কথাও শোনা গেল তাঁর মুখে।
রবি শাস্ত্রী (Ravi Shastri) কমেন্ট্রি করার সময় বলছিলেন, আমার কমেন্ট্রির একেবারে শুরুতেই বলেছিলাম যে গিলের কিন্তু স্পিনারদের ওপর আরও বেশি ভরসা করতে হবে। গত ম্যাচে ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ইনিংসে একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। ভারতের ভালো পজিশনে তিনিই নিয়ে গিয়েছিলেন।
এই ম্যাচে স্পিনারদের ওপর শুভমন গিলের ভরসার খামতি রয়েছে বলেই মনে করছেন শাস্ত্রী। প্রথম ইনিংসে ভারত না পারলেও, ব্রিটিশ ব্যাটাররা কিন্তু ম্যাঞ্চেস্টারে দুরন্ত ব্যাটিং করছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
–
–
–
–
–
–
–
–
–
–
–