Wednesday, November 5, 2025

চতুর্থ টেস্ট চলাকালীন শুভমন গিলের(Shubman Gill) কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ওয়াশিংটন সুন্দরকে(Washington Sundar) প্রথম সেশনে ব্যবহার না করাতেই কার্যত হতবাক তিনি। এদিন ৬৯ ওভারের মাথায় ওয়াশিংটন সুন্দরকে বোলিংয়ে নিয়ে আসেন শুভমন গিল। আর সেই ট্যাকটিক্স নিয়েই এবার প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় দলের কোচ। স্পিনারদের ওপর ভরসা না রাখার কথাই শোনা যাচ্ছে শাস্ত্রীর (Ravi Shastri) মুখে।

গত ম্যাচে লর্ডসে শুভমন গিলের অন্যতম তুরুপের তাস হয়ে উঠেছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ইনিংসে ২২ রানে একাই ৪ উইকে তুলে নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর বোলিংয়ের সৌজন্যেই কার্যত ভারতীয় দল জয়ের মতো জায়গায় চলে গিয়েছিল। কিন্তু সেই ওয়াশিংটন সুন্দরকেই এত দেরীতে ব্যবহার করায় বেশ ক্ষুব্ধ রবি শাস্ত্রী। কার্যত স্পিনারদের ওপর গিলের ভরসা না রাখার কথাও শোনা গেল তাঁর মুখে।

রবি শাস্ত্রী (Ravi Shastri) কমেন্ট্রি করার সময় বলছিলেন, আমার কমেন্ট্রির একেবারে শুরুতেই বলেছিলাম যে গিলের কিন্তু স্পিনারদের ওপর আরও বেশি ভরসা করতে হবে। গত ম্যাচে ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ইনিংসে একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। ভারতের ভালো পজিশনে তিনিই নিয়ে গিয়েছিলেন।

এই ম্যাচে স্পিনারদের ওপর শুভমন গিলের ভরসার খামতি রয়েছে বলেই মনে করছেন শাস্ত্রী। প্রথম ইনিংসে ভারত না পারলেও, ব্রিটিশ ব্যাটাররা কিন্তু ম্যাঞ্চেস্টারে দুরন্ত ব্যাটিং করছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version