Wednesday, November 12, 2025

‘কার্গিল বিজয় দিবস’ পালনের মোড়কে ভবানীপুরে SIR-এর প্রচারের ছক নির্বাচন কমিশনের! 

Date:

‘কার্গিল বিজয় দিবস’ পালনের নাম করে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে অনুষ্ঠান করছে নির্বাচন কমিশন। টার্গেট আলিপুর বডিগার্ড লাইনসের পুলিশ পরিবারগুলি! অভিযোগ, ‘কার্গিল বিজয় দিবস’ পালনের মোড়কে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন-এর (SIR) প্রচার চালাতে চাইছে নির্বাচন কমিশন। সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠান করতে বেছে নেওয়া হয়েছে আলিপুর বডিগার্ড লাইন্সের প্রেক্ষাগৃহকেই। যদিও চাপের মুখে এখন নির্বাচন কমিশনের দাবি ওই অনুষ্ঠান না কি তারা করছে না।

বিহারের SIR নিয়ে তোলপাড় দেশ। সংসদে এই নিয়ে আওয়াজ উঠেছে তৃণমূল-সহ অবিজেপি দলগুলি। বিহার বিধানসভায় রোজই প্রায় হাতাহাতি হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন বাংলার সরকারকে নোটিশ পাঠিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসকে স্বতন্ত্র করতে বলেছে। বাংলা-সহ সারা দেশেই ওই অভিযান চালানোর প্রস্তুতি শুরু হয়েছে। যার অঙ্গ হিসেবে ভোটার তালিকা সংশোধন-পরিমার্জনের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে হঠাৎ করে কার্গিল দিবস উদযাপনে নেমে পড়েছে নির্বাচন কমিশন।  প্রশ্ন উঠছে,

  • • কেন নির্বাচন কমিশন কার্গিল দিবস পালন করবে ?
  • • তা যদি করেও সেটা আলিপুর বডিগার্ড লাইনের প্রেক্ষাগৃহে কেন, যেখানে কলকাতায় ফোর্ট উইলিয়াম সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কার্যালয় রয়েছে!
  •  • সবচেয়ে বড় প্রশ্ন, বেছে বেছে ভবানীপুরের প্রেক্ষাগৃহ নেওয়া হল কেন?

অভিযোগ, ‘কার্গিল বিজয় দিবস’ উদযাপনকে সামনে রেখে করে পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে ‘SIR’-এর উপযোগিতা প্রচারের করতে চাইছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যকে না জানিয়েই কমিশন বিভিন্ন নির্দেশ দিয়ে চলেছে। অভিযোগ, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের একাংশ বিজেপির কার্ড খেলতে শুরু করে দিয়েছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগেই বলেছিলেন, ইডি-ইসিকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগায় মোদি সরকার। বিরোধীদের চাপে ফেলতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিজেপি। বিধানসভা নির্বাচনে আগেই সেই খেলা শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version