Tuesday, November 25, 2025

জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্র মূর্তি স্থাপনের দাবি তৃণমূল সাংসদ ঋতব্রতর 

Date:

জালিয়ানওয়ালাবাগের মতো ঐতিহাসিক স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখনও স্থাপন না হওয়াকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।ঋতব্রতের দাবি, অবিলম্বে জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করতে হবে। সেইসঙ্গে ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি প্রত্যাখ্যান করে বিশ্বকবি যে ঐতিহাসিক চিঠি লিখেছিলেন, সেটিকেও যথাযোগ্য মর্যাদায় সেখানে প্রদর্শনের দাবি জানান তিনি।

রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নে তিনি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে জানতে চান, জালিয়ানওয়ালাবাগে কবিগুরুর কোনও মূর্তি আছে কি? যদি না থাকে, তবে ভবিষ্যতে মূর্তি স্থাপনের কোনও পরিকল্পনা কেন্দ্রের রয়েছে কি না? কেন্দ্রের তরফে দেওয়া উত্তরে জানানো হয়, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি নেই এবং মূর্তি স্থাপনেরও কোনও পরিকল্পনা নেই। কেন্দ্রীয় সরকারের এই উত্তরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঋতব্রত।

তাঁর অভিযোগ, “এটি অত্যন্ত লজ্জাজনক ও বাংলা-বিরোধী মনোভাবের প্রতিফলন। রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম প্রতিবাদ করেছিলেন এই হত্যালীলার বিরুদ্ধে। তাঁর আত্মমর্যাদার সিদ্ধান্ত গোটা ভারতবাসীর অনুপ্রেরণা হয়ে আছে। অথচ আজও তাঁর কোনও স্মারক নেই সেখানে।” ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে অবিলম্বে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ও সেই চিঠির স্থায়ী প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইতিহাসকে সম্মান না করলে ভবিষ্যৎ রচনাও অসম্পূর্ণ থেকে যাবে।”

আরও পড়ুন – বজ্রপাতে রাজ্যে একদিনে মৃত্যু ১৭ জনের, দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের প্রভাবে সতর্কতা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...
Exit mobile version