Wednesday, August 20, 2025

প্রথম ম্যাচেই চোট পিভি বিষ্ণুর (PV Bishnu)। চোট পেয়ে তাঁর মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়াটাই ইস্টবেঙ্গল (Eastbengal) সমর্থকদের চিন্তা বাড়িয়েছিল। চোট কতটা গুরুতর তা জানা না গেলেও, আপাতত কয়েকদিনের বিশ্রাম ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের। আগামী শনিবার থেকে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিতে নামবে লাল-হলুদ ব্রিগেড। তবে সেখানে পিভি বিষ্ণুকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে পিভি বিষ্ণুর (PV Bishnu)। স্বভাবতই সকলের চিন্তা বাড়াটাই স্বাভাবিক। তবে এখনও পর্যন্ত যা খবর বিষ্ণুর চোট নাকি স্ক্যান করানোর পরিস্থিতি নয়। আর এই খবরটাই সকলকে খানিকটা হলেও স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট। কয়েকদিন বিশ্রামের পরই তাঁকে ফের একবার দেখা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত। ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ অগস্ট। হাতে অনেকটাই সময় রয়েছে।

তবে সৌভিক চক্রবর্তীকে এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটছে না। চোট সারিয়ে উঠছেন তিনি। তবে সৌভিককে নিয়ে কোচ অস্কার ব্রুজেোঁ নাকি বাড়তি ঝুঁকি নিতে একেবারেই নারাজ। সম্ভবত দ্বিতীয় ম্যাচেও ইস্টবেঙ্গল সৌভিককে ছাড়াই হয়ত নামতে চলেছে।

তবে এতকিছুর মধ্যেই ইস্টবেঙ্গলের বিদেশিদের নিয়ে রয়েছে সুখবর। দ্বিতীয় ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে মিগুয়েল, কেভিন এবং হামিদদের। শনিবার থেকে দলের সঙ্গে জোরকদমে প্রস্তুতিও শুরু করে দেবেন তারা। এই তিন বিদেশি নিজেদের প্রমাণ করতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version