Wednesday, November 12, 2025

পন্থের লড়াইকে ব্যাকফুটে ফেলে দ্বিতীয় দিনের শেষে শিরোনামে ইংরেজরাই

Date:

Share post:

এ যেন এক অদ্ভুত লড়াই। শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিক শক্তির- প্রতিমুহূর্তে উল্টো দিক থেকে রুদ্ধশ্বাস গতিতে ধেয়ে আসছে বাউন্সার, তবু লড়াই থেকে সরলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। বরং ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের (Ind vs Eng) দ্বিতীয় দিনে চোট আঘাতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভেঙে যাওয়া পা নিয়ে মাঠে নেমে হাফ সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক (Vice Captain) বুঝিয়ে দিলেন, দেশের হয়ে খেলার প্রাধান্য সবার আগে। কিন্তু পন্থের রূপকথায় দিনের শেষে ভিলেন হয়ে দাঁড়ালেন ইংরেজ ব্যাটাররা। ইংল্যান্ডকে সমস্যায় ফেলতে ব্যর্থ ভারতীয় বোলিং লাইন আপ।

বজ্রপাতে রাজ্যে একদিনে মৃত্যু ১৭ জনের, দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের প্রভাবে সতর্কতা 

প্রথম ইনিংসে ৩৫৮ রান যে খুব বড় পুঁজি নয়, সেটাই আশঙ্কা করছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে সেটাই সত্যি হয়ে দাঁড়ালো। ইংল্যান্ডের দুই ওপেনারের দাপটে অসহায় লাগলো বুমরাহ-সিরাজদের। ভাঙা পায়েও মাঠে নেমে পড়া, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ক্রিজ কামড়ে পড়ে থাকা পন্থ (Rishabh Pant) যেন এক রূপকথা লিখে গেলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অনমনীয় মনোভাব নিয়ে শারীরিক প্রতিকূলতাকে জয় করে তাঁর ৫৪ রানের ইনিংসটি সত্যিই বাঁধিয়ে রাখার মতো। দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই দ্রুত জাদেজা এবং শার্দুলকে হারিয়ে ভারত যখন বিপাকে, ঠিক তখনই সিনেমার হিরোর মতো মাঠে এন্ট্রি ঋষভের। গ্যালারিতে থাকা দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। ঘণ্টাখানেক আগেই জানা গেছে পায়ের পাতায় হাড় ভেঙে যাওয়ার কারণে হয়তো সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার। ঠিক যখন মনে হচ্ছিল দশজন প্লেয়ারকে নিয়ে এই ম্যাচ খেলতে হবে শুভমনদের, ঠিক তখনই অবাক কাণ্ড। ইংল্যান্ডের প্লেয়াররা যেন বিশ্বাস করতে পারছিলেন না যে পন্থ (Rishabh Pant) প্যাড -গ্লাভস পরে মাঠে নামছেন ব্যাট করার জন্য।

পায়ে জোর না পাওয়ার কারণে খুব একটা ফেভারিট শট খেলতে পারেননি ঠিকই, কিন্তু এর মাঝেই সিক্সার হাঁকাতে ভোলেননি ভারতীয় দলের সহঅধিনায়ক। খোঁড়ানো দেখে বোঝা যাচ্ছিল ব্যথা আছে। সব সহ্য করেও ক্রিজে কেবল পড়ে থাকা নয়, রানের গতিও বাড়িয়েছেন তিনি। এদিন আর্চারের বলে ছক্কা মেরে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার নজির স্পর্শ করেন ঋষভ। নিজের সর্বস্ব দিয়ে দলকে একটা লড়াকু স্কোরে পৌঁছে দিতে চেয়েছিলেন। টিম ইন্ডিয়া সাড়ে তিনশো টপকাতে পেরেছে তাঁরই সৌজন্যে। কিন্তু বল হাতে মাঠে নামতেই যেন লড়াইয়ের খেয়েই হারিয়ে ফেললেন ভারতীয় বোলাররা। বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনেই হচ্ছিল না যে এই টেস্ট জিততেই হবে এরকম মানসিকতা রয়েছে কারোর মধ্যে। এই ম্যাচে সুযোগ পাওয়া কম্বোজকে টার্গেট করেন ডাকেট। বুমরাহ (Jashprit Bumrah) সামান্য সমীহ করা হয়েছে ঠিকই, কিন্তু তাঁর হাতে নিজেদের শিকার হতে দেননি ব্রিটিশ ব্যাটাররা। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ড ২২৫। এক কথায় চালকের আসনে রুট – পোপরাই। তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় ম্যাজিক দেখাতে না পারলে এই ম্যাচে সমস্যা বাড়বে ভারতের।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...