Sunday, December 28, 2025

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, ভারত-পাক ম্যাচ নিয়ে জল্পনা

Date:

Share post:

অবশেষে জট কাটল। সংযুক্ত আরব আমিশাহীতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ ( Asia Cup)। শনিবার নিজস্ব এক্স হ্যান্ডেলে নিজেই এই কথা ঘোষণা করে দিয়েছেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Nakvi)। তবে ভারত বনাম পাকিস্তান (INDvPAK) ম্যাচ কবে হবে তা অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে জানা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এশিয়া কাপের (Asia Cup) সম্পূর্ণ সূচী ঘোষণা হতে চলেছে।

এবারের এশিয়া কাপ (Asia Cup) ভারতে হওয়ারই কথা ছিল। কিন্তু পহেলগাম ঘটনা হওয়ার পর পাকিস্তানিদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধু তাই নয় ভারতও পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজে নেই। এমন পরিস্থিতিতে এশিয়া কাপ হওয়া নিয়েই একটা সমস্যা দেখা দিয়েছিল। এমনকি বিসিসিআইয়ের তরফে বাংলাদেশে বৈঠকে না অংশগ্রহন করার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল।

যদিও শেষপর্যন্ত ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছিলেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা। আগামী সেপ্টেম্বরের ৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ। সেখানেই সব মিলিয়ে আটটি দল অংশগ্রহন করছে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মহসিন নাকভি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “এশিয়া কাপের সূচি জানাতে পেরে আমি খুবই খুশি। সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এই প্রতিযোগিতা। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা”।

বিসিসিআইয়ের তরফেও এখনও পর্যন্ত সূচী জানানো হয়নি। কিছু কাজ এখনও বাকি রয়েছে। আগামী বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে এই এশিয়া কাপকেই তার প্রস্তুতি পর্ব হিসাবে দেখা হচ্ছে।

spot_img

Related articles

শুনানির নামে বয়স্ক বৈধ ভোটারদের হেনস্থা

বিজেপির নির্দেশে বাংলার ওপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার...

বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার, একদিনের দল নিয়েও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। এবার একদিনের দল(ODI Team) নিয়েও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।...

অন্ধকার আফ্রিকায় একটি ‘সৎ মানুষের দেশ’: স্বপ্ন সফল করেছিলেন থমাস সাঙ্কারা

আফ্রিকার অন্ধকার জগতে কোথাও খাদ্য সংকট। কোথাও জীবনযাপনই একটা বড় প্রশ্ন। তার মধ্যেও সভ্যতার ছোঁয়া পাওয়া যে কয়টি...

ভক্তির জোয়ারে দিঘা! আট মাসে এক কোটির মাইলফলক 

বাঙালি ভক্তির আবেগ ও আন্তর্জাতিক বৈষ্ণব সংস্কৃতির মেলবন্ধনে দিঘার জগন্নাথ ধাম ধীরে ধীরে ভারতের অন্যতম আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র...