Sunday, July 27, 2025

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, ভারত-পাক ম্যাচ নিয়ে জল্পনা

Date:

Share post:

অবশেষে জট কাটল। সংযুক্ত আরব আমিশাহীতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ ( Asia Cup)। শনিবার নিজস্ব এক্স হ্যান্ডেলে নিজেই এই কথা ঘোষণা করে দিয়েছেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Nakvi)। তবে ভারত বনাম পাকিস্তান (INDvPAK) ম্যাচ কবে হবে তা অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে জানা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এশিয়া কাপের (Asia Cup) সম্পূর্ণ সূচী ঘোষণা হতে চলেছে।

এবারের এশিয়া কাপ (Asia Cup) ভারতে হওয়ারই কথা ছিল। কিন্তু পহেলগাম ঘটনা হওয়ার পর পাকিস্তানিদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধু তাই নয় ভারতও পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজে নেই। এমন পরিস্থিতিতে এশিয়া কাপ হওয়া নিয়েই একটা সমস্যা দেখা দিয়েছিল। এমনকি বিসিসিআইয়ের তরফে বাংলাদেশে বৈঠকে না অংশগ্রহন করার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল।

যদিও শেষপর্যন্ত ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছিলেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা। আগামী সেপ্টেম্বরের ৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ। সেখানেই সব মিলিয়ে আটটি দল অংশগ্রহন করছে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মহসিন নাকভি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “এশিয়া কাপের সূচি জানাতে পেরে আমি খুবই খুশি। সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এই প্রতিযোগিতা। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা”।

বিসিসিআইয়ের তরফেও এখনও পর্যন্ত সূচী জানানো হয়নি। কিছু কাজ এখনও বাকি রয়েছে। আগামী বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে এই এশিয়া কাপকেই তার প্রস্তুতি পর্ব হিসাবে দেখা হচ্ছে।

spot_img

Related articles

গিল-রাহুলের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারত

প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসে শুভমন গিল (Shubman Gill) এবং কেএল রাহুলের (KL Rahul) লড়াই শুরু। তাদের...

টলিউডে সমন্বয় বাড়াতে উদ্যোগ স্বরূপের, শুরু ইন্দ্রপুরী স্টুডিওর আধুনিকীকরণের কাজ

কলাকুশলীদের কাজের পরিবেশ আরও উন্নত ও মানবিক করতে বড় পদক্ষেপ নিল টেকনিশিয়ান ফেডারেশন। শনিবার থেকে শুরু হল ইন্দ্রপুরী...

ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল সমর্থক, অভিযোগ বিজেপির বিরুদ্ধে 

ফের মুর্শিদাবাদে খুন হলেন তৃণমূল কর্মী। মৃতের নাম প্রতীপ পাল (৪৭)-এর। পরিবার সূত্রে অভিযোগ, পুরনো রাজনৈতিক বিবাদের জেরে...

বাংলাভাষীদের উপর বিজেপির পরিকল্পিত আত্রমণ: বীরভূম থেকে ভাষা আন্দোলন শুরু মুখ্যমন্ত্রীর 

বাংলা ভাষার অপমান ও বাংলার অস্মিতার বিরুদ্ধে প্রতিবাদে বীরভূমের মাটি থেকেই শুরু হবে জোর আন্দোলন। একুশে জুলাই ধর্মতলার...