Monday, November 3, 2025

রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করার ষড়যন্ত্র: চিঠি লিখে সাইবার ক্রাইমে অভিযোগ দিলীপের

Date:

ঘনিষ্ঠ মূর্হূতের ভিডিও ভাইরাল নিয়ে তুমুল চর্চা রাজ্যজুড়ে। সেই ভিডিও বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বলে দাবি করেন অনেকে। এবার সেই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগে অভিযোগ জানালেন দিলীপ। জয়েন্ট কমিশনারকে (ক্রাইম) লেখা চিঠিতে দিলীপ লেখেন, “আমাকে বদনাম করার ষড়যন্ত্রে সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে।“

শুক্রবারই চিঠি লিখে দিলীপ জানান, “সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বদনাম করার জন্য আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করার জন্য এটা করা হয়েছে।“

পুলিশের কাছে বিজেপি নেতার আর্জি, বিষয়টি নিয়ে তদন্ত করে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

বিজেপির আদি-নব্যের দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরেই সরব দিলীপ (Dilip Ghosh)। সম্প্রতি তাঁকে একথাও বলতে শোনা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও দুর্নীতির কেস নেই, কিন্তু যাঁরা তাঁর বিরুদ্ধে কথা বলছেন তাঁদের বিরুদ্ধে কেস আছে। আর এই সবের মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি বদল হলেও গোষ্ঠী কোন্দল কাটেনি। এই পরিস্থিতিতেই গোপন ভিডিও ভাইরাল। এই নিয়ে ঘনিষ্ঠমহলে দিলীপের অভিযোগ, একটা অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এদিনের চিঠিতেও সেই ষড়যন্ত্রর উল্লেখ করেন তিনি।

এই বিষয় নিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এটা আলাদা করে কোনও কথা বলার বিষয় নয়। এটা একেবারেই ব্যক্তিগত বিষয়। একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটি দিলীপ ঘোষের না তাঁর নয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি দিলীপবাবু হন, তাহলে তাঁর ব্যক্তিগত জায়গার ভিডিও কী করে বাইরে গেল সেটা দেখা উচিৎ। জল্পনা উস্কে এর সঙ্গে কুণাল ঘোষ যোগ করেন, দিলীপবাবুর এটাও দেখা উচিৎ, যে তাঁর শুভানুধ্যায়ীরা দিল্লিতে বসে কোন কম্পিউটার থেকে পেন ড্রাইভে কী ভিডিও দেখেছেন!

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version