Sunday, November 9, 2025

উপাচার্য মামলার শুনানির দুদিন আগে আজ রাজভবনে বৈঠক ডাকলেন রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টিতে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে। তবে রাজ্যপালের অনুমোদন না মেলায় এখনও ১৭ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ বাকি (VC recruitment in Universities) । সোমে (২৮ জুলাই) সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির ঠিক দুদিন আগে আজ শনিবার তড়িঘড়ি রাজভবনে (Rajbhawan) বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। দুপুরে এই মিটিং শুরু হওয়ার কথা। স্থায়ী উপাচার্যদের পাশাপাশি রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদেরও উপস্থিত থাকার উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য – রাজ্যপাল সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। ১৯ বিশ্ববিদ্যালয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পছন্দের নামেই সায় দিয়েছেন আনন্দ বোস। তবে আটকে থাকা বাকি সতেরো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সাতটির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পছন্দের ক্রমতালিকায় প্রথম নামের বদলে দ্বিতীয় ব্যক্তিকে এবং দশটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দ্বিতীয়র পরিবর্ত তৃতীয় ব্যক্তিকে চাইছেন রাজ্যপাল। এই সমস্যার কারণেই উপাচার্য নিয়োগ জট কিছুতেই কাটছে না। ব্যাহত হচ্ছে পঠন পাঠন। ফলে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। প্রথমে শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে ‘সার্চ ও সিলেকশন কমিটি’ তৈরি করে দেয়। এতে ১৯টিতে উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা কেটেছে। বাকি ১৭টি আটকে থাকায় প্রাক্তন বিচারপতি ললিতকেই রিপোর্ট দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। গত ১৭ জুলাই বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী সেই রিপোর্ট খতিয়ে দেখেন। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার কথা। তার ঠিক দুদিন আগে রাজভবন বৈঠক ডাকায় নানা সম্ভাবনা ঘোরাফেরা করছে শিক্ষক মহলে। এখনও পর্যন্ত বৈঠকের এজেন্ডা সম্পর্কে কিছু জানা যায়নি। স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে।

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...